Thursday, November 13, 2025

খড়্গপুরে সোনার দোকানে ডা.কাতির চেষ্টা-গু.লি, ড্রোন উড়িয়ে ডা.কাত ধরল পুলিশ

Date:

খড়্গপুর শহরের গোলবাজারে গয়নার দোকানে ডাকাতির চেষ্টার ঘটনায় দ্রুত সাফল্য পেল পুলিশ। ডাকাতির চেষ্টা ও গুলি চালানোর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হল মোট পাঁচ জন। ভিনরাজ্যে পালানোর সময় ড্রোন উড়িয়ে ওই ডাকাতদলকে পাকড়াও করে পুলিশ। এই ডাকাতির চেষ্টার পিছনেও বিহার-যোগ পাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃতেরা প্রত্যেকেই বৈশালী জেলার বাসিন্দা।

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে সাতসকালে গয়নার দোকানে ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতী। ডাকাতিতে বাধা দেওয়া হলে স্বর্ণ বিপণীর মালিককে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়ে। আহত হও ওই দোকানের এক কর্মীও। তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন- বিকল্প পথে দিল্লি, নেতাকর্মীরা আ.ক্রান্ত হলে গণতান্ত্রিকভাবে বুঝে নেবে তৃণমূল: বি.স্ফোরক অভিষেক

গুলিবিদ্ধ স্বর্ণ বিপণীর মালিকের নাম আশিসকুমার দত্ত। খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় একতি গয়নার দোকান রয়েছে তাঁর। শুক্রবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে নিজের দোকানে যান আশিস। অভিযোগ, দোকান খোলার সময়ই আচমকা চার-পাঁচ জন আশিসকে ঘিরে ধরেন। তাঁর দোকানে ঢোকার চেষ্টা হয়। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি লাগে পেট এবং বুকের মাঝখানে। সেখানেই লুটিয়ে পড়েন দোকানমালিক। অন্যদিকে, ডাকাতিতে বাধা দেওয়ায় দোকানের এক কর্মীকে অস্ত্র দিয়ে কোপ দেয় ডাকাতদল। চিৎকার শুনে আশপাশের দোকানিরা ছুটে এলে ডাকাত দলটি চম্পট দেয়।

 

Related articles

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...
Exit mobile version