Monday, August 25, 2025

শহরের বুকে বাড়ছে অপরাধ। তাই এবার নয়া ফাঁদ পাতল কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, শহর জুড়ে ৬০ এর বেশি অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা (CCTV camera) বসিয়েছে প্রশাসন। ‘নির্ভয়া’ প্রকল্পে কেনা একাধিক সিসিটিভি ক্যামেরার মতোই আপাতত বেশকিছু এফআরএস ক্য়ামেরা বসানো হয়েছে শহরে। কলকাতা পুলিশের একটি সূত্রের দাবি, শহরের ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’, জনবহুল এলাকায় ফেস রিকগনিশন (Face Recognition Camera) জাতীয় ক্যামেরা বসানো হয়েছে। এই গোটা প্রযুক্তিতে কাজে লাগবে এআই (AI)অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই সিসিটিভি সবার ছবি তুলবে। কিন্তু এর পরের কাজটাই করবে এআই ! নির্দিষ্ট পদ্ধতিতে অপরাধীদের তথ্য নির্দিষ্ট স্থানে জমা হচ্ছে। তা দেশব্যাপী অথবা বিশ্বজুড়েও হতে পারে! কিন্তু এই তথ্য এবং ওই ক্যামেরায় ওঠা মুখের ছবি মিলছে কি না, এই বিষয়ের দিকেই নজর দেবে এআই। যা দুই দিককে মিলিয়ে দেওয়ার কাজটাই করবে। তথ্য অনুযায়ী, নির্দিষ্ট করে অপরাধীকে চিহ্নিত করে দেবে।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ। তাঁদের কথায় এফআরএস ক্যামেরা অত্যন্ত শক্তিশালী যা অপরাধ কমাতে সাহায্য করবে। এই ক্যামেরা অভিযুক্ত বা দৃষ্কৃতীর সন্ধান পেলে, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে সংকেত পাঠাবে। ফলে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ দ্রুত হবে বলেও দাবি প্রযুক্তিবিদদের। সাইবার বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার অপরাধীদের ধরা কিছুটা হলেও সহজ হতে চলেছে। শহরের বিভিন্ন প্রান্তে সি সি টিভি আগেই বসানো হয়েছিল। যার মধ্যে অন্যতম, ইনফ্রারেড বুলেট ক্যামেরা, স্পিড ডিটেকশন অ্যান্ড নম্বর প্লেট স্ক্যানিং ক্যামেরা। এবার সেখানেই উন্নত প্রযুক্তির ব্যবহার।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version