Thursday, August 28, 2025

শহরের বুকে বাড়ছে অপরাধ। তাই এবার নয়া ফাঁদ পাতল কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, শহর জুড়ে ৬০ এর বেশি অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা (CCTV camera) বসিয়েছে প্রশাসন। ‘নির্ভয়া’ প্রকল্পে কেনা একাধিক সিসিটিভি ক্যামেরার মতোই আপাতত বেশকিছু এফআরএস ক্য়ামেরা বসানো হয়েছে শহরে। কলকাতা পুলিশের একটি সূত্রের দাবি, শহরের ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’, জনবহুল এলাকায় ফেস রিকগনিশন (Face Recognition Camera) জাতীয় ক্যামেরা বসানো হয়েছে। এই গোটা প্রযুক্তিতে কাজে লাগবে এআই (AI)অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই সিসিটিভি সবার ছবি তুলবে। কিন্তু এর পরের কাজটাই করবে এআই ! নির্দিষ্ট পদ্ধতিতে অপরাধীদের তথ্য নির্দিষ্ট স্থানে জমা হচ্ছে। তা দেশব্যাপী অথবা বিশ্বজুড়েও হতে পারে! কিন্তু এই তথ্য এবং ওই ক্যামেরায় ওঠা মুখের ছবি মিলছে কি না, এই বিষয়ের দিকেই নজর দেবে এআই। যা দুই দিককে মিলিয়ে দেওয়ার কাজটাই করবে। তথ্য অনুযায়ী, নির্দিষ্ট করে অপরাধীকে চিহ্নিত করে দেবে।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ। তাঁদের কথায় এফআরএস ক্যামেরা অত্যন্ত শক্তিশালী যা অপরাধ কমাতে সাহায্য করবে। এই ক্যামেরা অভিযুক্ত বা দৃষ্কৃতীর সন্ধান পেলে, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে সংকেত পাঠাবে। ফলে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ দ্রুত হবে বলেও দাবি প্রযুক্তিবিদদের। সাইবার বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার অপরাধীদের ধরা কিছুটা হলেও সহজ হতে চলেছে। শহরের বিভিন্ন প্রান্তে সি সি টিভি আগেই বসানো হয়েছিল। যার মধ্যে অন্যতম, ইনফ্রারেড বুলেট ক্যামেরা, স্পিড ডিটেকশন অ্যান্ড নম্বর প্লেট স্ক্যানিং ক্যামেরা। এবার সেখানেই উন্নত প্রযুক্তির ব্যবহার।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version