অনুপ্র.বেশের চেষ্টা বানচাল! কুপওয়ারা সীমান্তে সেনার গু.লিতে খ.তম ২ জ.ঙ্গি

কুপওয়ারার এক পুলিশ আধিকারিক জানান, গোয়েন্দাদের কানে খবর এসে পোঁছয় ভারী অস্ত্র সহ কুপওয়ারার মাচিল সেক্টরের কুমকাদি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে বেশ কয়েকজন জঙ্গি।

ফের সীমান্তে জঙ্গি (Terrorists) অনুপ্রবেশের (Infiltration) চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা (Indian Army)। জানা গিয়েছে, অনন্তনাগের (Anantanag) পর এবার কুপওয়ারা (Kupwara) জেলার মাচিল সেক্টরে চার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। আর তা নজরে আসতেই জঙ্গিদের খতম করল নিরাপত্তারক্ষীরা। সেনাদের ছোঁড়া গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। আরও ২ জঙ্গির খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে সেনারা। তবে জঙ্গিদের থেকে অত্যাধুনিক এ কে রাইফেল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ইতিমধ্যে, গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।

এদিকে ঘটনার পর কুপওয়ারার এক পুলিশ আধিকারিক জানান, গোয়েন্দাদের কানে খবর এসে পোঁছয় ভারী অস্ত্র সহ কুপওয়ারার মাচিল সেক্টরের কুমকাদি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে বেশ কয়েকজন জঙ্গি। আর জঙ্গিদের সেই চেষ্টাই বানচাল করে দেয় নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যে সেনাদের ছোঁড়া গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। বাকি দুই জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চলছে।

জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগেই অনন্তনাগে জঙ্গি দমন অভিযান চলাকালীন সেনা ও কাশ্মীর পুলিশের চার আধিকারিকের মৃত্যু হয়েছিল। এরপরই খতম করা হয় লস্কর কমান্ডার উজের খান ও আরও এক জঙ্গিকে। তবে দুর্ঘটনার খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্তারা ছুটে যান ঘটনাস্থলে। তাঁরা গিয়ে অভিযানের বিষয়ে খোঁজ খবরের পাশাপাশি দেহ উদ্ধারের ব্যবস্থা করেন। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই বুধবার এই অভিযান শুরু করে যৌথবাহিনী।

 

 

 

Previous article২ মিনিটের টর্নে.ডোয় ল.ন্ডভন্ড সুন্দরবনের গ্রাম, আহত বেশ কয়েকজন
Next articleদিল্লির পাশাপাশি বাংলার গ্রামে গ্রামেও বঞ্চি.তদের সঙ্গে নিয়ে কর্মসূচি পালনের ডাক তৃণমূলের