Tuesday, August 26, 2025

‘PR ভালো হলে…’ বিশ্বকাপ দল থেকে বাদ হওয়ার পর ইনস্টা পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অক্ষর?

Date:

৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ হতে চলেছে ভারতের মাটিতে। চোটের কারণে একেবারে শেষ মুহূর্ত দল থেকে বাদ পরেছেন অক্ষর প‍্যাটেল। দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোস্ট অক্ষরের। ভারতীয় স্পিনারের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নেটিজেনদের মনে প্রশ্ন অক্ষর কি কাউকে ইঙ্গিত করতে চাইছেন।

 

দল থেকে বাদ হওয়ার পর, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দুটি স্টোরি দেন অক্ষর প্যাটেল। প্রথম স্টোরিতে তিনি লেখেন, “আমার উচিত ছিল কমার্সের বদলে সায়েন্স নিয়ে পড়াশোনা করা এবং এমন একজনকে ভাড়া করা, যে আমার হয়ে গলা ফাটাতে (পিআর) পারবে।” পরের স্টোরিতে অ্যানিমেশনে তৈরি করা একটি কঙ্কালের ছবি পোস্ট করেন তিনি, যেখানে সে কাঁচি দিয়ে হৃদযন্ত্র কাটছে। এই দুই পোস্ট কার উদ্দেশ্যে করা সেটা অক্ষর স্পষ্ট করেননি। তবে ক্রিকেট প্রেমীদের জল্পনা, বিশ্বকাপে সুযোগ না পাওয়াতেই তাঁর এই পোস্ট। তার স্টোরি দুটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তার বদলে স্কোয়াডে যুক্ত হওয়া অশ্বিন নিজে বিজ্ঞানের ছাত্র, আর অক্ষর বাণিজ্য বিভাগের। তাহলে কি প্যাটেল সেই প্রসঙ্গ টেনে এনে সতীর্থকে কটাক্ষ করেছেন? নাকি কমার্সের থেকে সায়েন্সের কদর বেশি, সেই দিকটি তুলে ধরতে চেয়েছেন। অবশ্য পরে স্টোরি দুটি মুছে ফেলায় সেই রহস্য আরও বেড়ে গেছে। প্রশ্ন উঠেছে বোর্ডের পক্ষ থেকে তাকে চাপ দিয়ে স্টোরি সরানো হয়েছে কিনা!

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পান অক্ষর। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল থেকেও তিনি ছিটকে যান এবং দেশে ফেরেন। এরপর ছিলেন না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজেও। এরপর বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে তার আগে থেকেই অনেকে অক্ষরের বদলে অশ্বিনকে নেওয়ার দাবি তুলছিলেন। শেষ পর্যন্ত দল ঘোষণার পরও সেটিরই প্রভাব দেখা গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ভারতের ওয়ানডে দলে ফিরেন অশ্বিন। অশ্বিন সেই সিরিজে মোট ৪টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:বিশ্বকাপ দলে অক্ষরের জায়গায় অশ্বিন, খুশি নন যুবরাজ

 

Related articles

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...
Exit mobile version