Monday, November 3, 2025

সোমবার গান্ধীজয়ন্তীর দিন যুবভারতীতে ঘরের মাঠে এএফসি কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। জুয়ান ফেরান্দোর দলের সামনে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। যারা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হারিয়েছে। মোহনবাগানও গ্রুপে প্রথম ম্যাচে ওড়িশা এফসি-কে চার গোলে হারিয়েছে। গতবার এএফসি কাপে মাজিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল জুয়ান ফেরান্দোর দল। গোল করেছিলেন রয় কৃষ্ণা, লিস্টন কোলাসো, মনবীর সিং। কৃষ্ণা অতীত, লিস্টন-মনবীররা থাকলেও জুয়ানের অস্ত্র বদলেছে। মালদ্বীপের ক্লাবটিও গতবারের থেকে শক্তিশালী। তাই মাজিয়াকে প্রচণ্ড সমীহ করছেন মোহনবাগান কোচ।

ডুরান্ড কাপে ডার্বি হারের পর এখনও পর্যন্ত টানা আটটি ম্যাচ জিতেছে মোহনবাগান। সোমবার টানা নবম জয়ের লক্ষ্যে নামছে তারা। গতবার এএফসি কাপ ফাইনালের মুখ থেকে ফিরে আসার এই মরশুমে সবুজ-মেরুন ব্রিগেডের প্রধান লক্ষ্য, আইএসএলের খেতাব ধরে রাখার পাশাপাশি এএফসি কাপ জয়। তার জন্য ম্যাচ ধরে এগোতে চান জুয়ান। প্রতিপক্ষ মাজিয়া যে এবার উন্নত দল, তা স্বীকার করে নিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জুয়ান বলেন, “আমরা দারুণ একটা দলের বিরুদ্ধে খেলতে নামছি।প্রতিপক্ষ মাজিয়াকে আমরা শ্রদ্ধা করি। ওরা যেমন আমাদের শক্তি-দুর্বলতা জানে, আমরাও ওদের সম্পর্কে ওয়াকিবহাল। ওরা এবার উন্নত দল। বসুন্ধরা কিংসের মতো দলকে হারিয়ে আসছে। এখন যারা খেলছে মাজিয়া দলে, তারা যথেষ্ট ভাল মানের। আক্রমণাত্মক ফুটবল খেলে। আমাদেরও অস্ত্র আগ্রাসী ফুটবল। গতবার আমরা যে অবস্থায় ছিলাম, তার থেকে এবার আমাদের আরও ভাল দল। আশা করি, আমরা দাপট নিয়েই ভাল ফুটবল খেলব। ম্যাচটাকে আমরা উপভোগ করতে চাই।”

এএফসি কাপে ছয় বিদেশি খেলানো যায়। তাই মোহনবাগান কোচের হাতে বিকল্প অনেক। দিমিত্রি দারুণ ফর্মে, গোলের খিদে রয়েছে জেসন ক‍্যামিন্সের। ম্যাচের আগের দিন যুবভারতীতে অনুশীলনে দেখা গেল, নিজের সেরা অস্ত্রগুলোকে আরও একবার পরখ করে নিলেন জুয়ান। রক্ষণ জমাট রেখে দুই উইং থেকে আক্রমণের মহড়া সারলেন বাগান কোচ।

এদিকে মাজিয়ার বসনিয়ান কোচ মিলোমির সেসলিজা জানিয়ে গেলেন, অ্যাওয়ে ম্যাচ হলেও মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলবে দল। যা নিয়ে মোহনবাগান কোচ বললেন, “ম্যাচটা সহজ হবে না। যেহেতু আমরা ঘরের মাঠে খেলব তাই তিন পয়েন্ট পেতেই হবে আমাদের।”

আরও পড়ুন:‘খারাপ লাগে, কষ্ট হয়’, বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বললেন চ‍্যাহাল

 

 

 

 

 

Related articles

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব

দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chirenjit Bhattacharya)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য...

যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে! মৃত ১২, আহত ৫০

রাজস্থানের যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে (Jodhpur in Rajsthan)! ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জয়পুরের হারমাদা...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

৩ নভেম্বর (সোমবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সপ্তাহের শুরুতে বাড়ল সোনার দাম

সোমবার ৩ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২১২০ ₹     ১২১২০০ ₹ খুচরো পাকা সোনা    ১২১৮০...
Exit mobile version