Friday, November 28, 2025

ত.র্জন-গ.র্জনই সার! দিল্লির সঙ্গে টেক্কা দিতে কলকাতায় ‘দিনভর নাটক’ গ.দ্দারের, বিফলে চেষ্টা  

Date:

Share post:

সোমবার দিল্লির (New Delhi) রাজপথে ‘শান্তিপূর্ণ সত্যাগ্রহ’ কার্যত মোদি সরকারকে (Modi Govt) ব্যাকফুটে ফেলে দিয়েছে। গান্ধী জয়ন্তীর (Gandhi Jayanti) দিন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে দিল্লির দুয়ারে বাংলার বঞ্চিতরা। তবে এদিন দেশ জুড়ে ছুটির মেজাজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে উত্তাপ বাড়তে শুরু করে রাজধানী শহরে। সারা দেশের ফোকাস ছিল দিল্লির রাজঘাটে। আর সত্যাগ্রহের পাল্টা দিতে এবার কলকাতার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন বঙ্গ বিজেপির (BJP)। সোমবার মেয়ো রোডে (Mayo Road) আবাস যোজনা ইস্যু সহ একাধিক দাবিতে চলে বিক্ষোভ।

দিনকয়েক আগেই নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে ক্যামাক স্ট্রিটের ‘অরাজনৈতিক মিছিলে’ কংগ্রেসের মাথা মোড়ানো নেতা কৌস্তব বাগচির সঙ্গে অশান্তির চেষ্টা করেছিলেন গদ্দার। কিন্তু সেখান থেকে লাভের লাভ কিছুই হয়নি। এরপর বাংলার প্রাপ্য আদায়ের দাবিতে বঞ্চিতরা দিল্লির উদ্দেশে রওনা দিলে শত বাঁধা সত্ত্বেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে দিল্লির রাজপথে বাংলার বঞ্চিতদের জনসুনামি দেখে কেন্দ্রের পাশাপাশি মাথা খারাপ হওয়ার জোগাড় বঙ্গ বিজেপি নেতাদের। আর সেকারণেই ছলে, বলে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা বিজেপির।

এদিন বিজেপি মহিলা মোর্চার (BJP Mahila Morcha) পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে দিল্লির পাল্টা ধরনা কর্মসূচি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, অসীম সরকার–সহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। তবে এদিন মেয়ো রোডের রাস্তায় দৌড়ে বেড়ালেও সব চেষ্টা বিফলে গেল গদ্দার শুভেন্দুর। পাশাপাশি সোমবার বিধানসভার (Assembly) বাইরে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। তবে এদিন গান্ধী জয়ন্তীর ছুটি থাকলেও বিধানসভার বাইরে জোর করে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা বিজেপির। সেখানেও বিক্ষোভের নেতৃত্বে ছিলেন শুভেন্দু।

 

 

 

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...