পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলার মানুষের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে আজ ও আগামিকাল দিল্লির বুকে ধর্ণা দেবে বাংলার শাসন দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ১০০দিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিত গরিব মানুষদের নিয়ে রাজধানীতে পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধায় স্মরণের পর ধর্ণা কর্মসূচি।

অন্যদিকে গান্ধী জয়ন্তীর পবিত্র দিনে জাতির জনককে সম্মান জানিয়ে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখছেন, গান্ধী জয়ন্তীর পবিত্র দিন উপলক্ষ্যে, আমার হৃদয় সেই ব্যক্তির প্রতি শ্রদ্ধায় ফুলে ওঠে যিনি আমাদের জাতিকে কেবলমাত্র স্বাধীনতার দিকেই নিয়ে যাননি বরং ন্যায় ও ধার্মিকতার পথও তৈরি করেছিলেন।”

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “গান্ধীজির সামাজিক ন্যায়বিচার এবং সমতার আদর্শ আজও তাঁর সময়ের মতোই প্রাসঙ্গিক। আমরা যখন আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তখন আসুন আমরা তাঁর যে মূল্যবোধের জন্য দাঁড়িয়েছিলেন তার প্রতি আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করি – শান্তি, ভালবাসা এবং ঐক্য। আসুন আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সমুন্নত থাকে এবং কেউ পিছিয়ে না থাকে!”

On the hallowed occassion of Gandhi Jayanti, my heart swells with reverence for the man who not only led our nation towards freedom but also forged the path towards justice and righteousness.
Gandhiji’s ideals of inclusivity, social justice and equality remain as relevant today…
— Mamata Banerjee (@MamataOfficial) October 2, 2023
আরও পড়ুন:বিমান ছাড়তেই শ্বা.সকষ্ট ছ’মাসের শিশুর! মাঝ আকাশে প্রাণ বাঁচালেন দুই চিকিৎসক

