Friday, November 14, 2025

“সনাতনই একমাত্র ধর্ম…”, স্ট্যালিন পুত্রকে পাল্টা আক্রমণে যোগী

Date:

Share post:

সনাতন ধর্ম নিয়ে স্ট্যালিনপুত্র উদয়নিধির(Udaynidhi) মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক কিছু কম হয়নি। এই ইস্যুতেই এবার নাম না করে তামিলনাড়ুর(Tamilnadu) মুখ্যমন্ত্রীর পুত্রকে আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। উত্তরপ্রদেশের(UttarPradesh) গোরক্ষনাথ মন্দিরে ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে যোগি বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম, বাদবাকি উপসম্প্রদায় অথবা উপসনা পদ্ধতি।”

গোরক্ষনাথ মন্দিরে গত এক সপ্তাহ ধরে চলছে “শ্রীমদ ভাগবত কথা জ্ঞান যজ্ঞ” নামের এক ধর্মীয় সমাবেশ। অনুষ্ঠানের শেষ দিনে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম, বাকি সব উপসম্প্রদায় অথবা উপাসনা পদ্ধতি। সনাতন ধর্ম হল মানবতার ধর্ম। এই ধর্মকে আক্রমণ করা হলে বিশ্বজুড়ে মানবতার সংকট তৈরি হবে।” একইসঙ্গে তিনি জানান, শ্রীমদ ভাগবত গীতাকে বুঝতে মুক্ত মানসিকতা প্রয়োজন। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কখনই এর বিশালতাকে ধরতে পারবে না।

প্রসঙ্গত, সনাতন ধর্ম নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন উদয়নিধি স্ট্যালিন। তাঁকে বলতে শোনা যায়, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যপক বিতর্ক শুরু হয়। আদালতে মামলা, রাজ্যে রাজ্যে এফআইআরের পাশাপাশি উদয়নিধির শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য।

spot_img

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...