Thursday, August 28, 2025

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানীদের বিক্ষোভ, পুড়ল তেরঙ্গা

Date:

কানাডার(Canada) পাশাপাশি এবার খালিস্তানিদের(Khalistan) দৌরাত্ম দেখা গেল লন্ডনে(London)। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদের নামে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো একদল খালিস্তানি উগ্রবাদী। ভারতের জাতীয় পতাকায় গোমূত্র ঢালার পাশাপাশি পোড়ানো হল তেরঙ্গা। জানা গিয়েছে, খালিস্তানি জঙ্গি গুরচরণ সিংয়ের নেতৃত্বে আন্দোলনের নামে ব্রিটেনে এই ঘটনা ঘটিয়েছে ডাল খালসা নামে এক খালিস্তানি সংগঠন।

জানা গিয়েছে, ২ অক্টোবর লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানিদের এই আন্দোলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের বিরুদ্ধেও স্লোগান দেয় খালিস্তানিরা। তাঁকে গোমূত্র খেতে বলা হয়। পাশাপাশি চলতে থাকে ভারত বিরোধী স্লোগান। এই সবকিছুর মাঝেই দেশের জাতীয় পতাকায় গোমূত্র ঢেলে ধরিয়ে দেওয়া হয় আগুন। পরিস্থিতি লাগামছাড়া হতেই খালিস্তানি জঙ্গি গুরচরণ সিং ও তাঁর সাঙ্গোপাঙ্গদের সেখান থেকে সরিয়ে দেয় লন্ডন পুলিশ। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গুরচরণ সিং-এর পাশাপাশি এই জঙ্গি আন্দোলনে উপস্থিত থাকতে দেখা গিয়েছে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা পরমজিৎ সিং পাম্মাকে। এই পাম্মা খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) এর সদস্য। কানাডায় হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল এই জঙ্গি নেতা।

উল্লেখ্য, সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে এক গুরুদ্বারে প্রবেশের সময় খালিস্তানিদের তরফে আটকে দেওয়া হয়েছিল লন্ডনের ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে। সেই ঘটনার মাত্র কয়েকদিন পরেই এবার খালিস্তানি বিক্ষোভের মুখে পড়ল লন্ডনের ভারতীয় দূতাবাস। ইতিমধ্যেই এই ঘটনায় ব্রিটিশ সরকারের কাছে রিপোর্ট তলব করেছে ভারত সরকার। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version