ফের প্রতিহিং.সার রাজনীতি! তৃণমূলের ‘রাজভবন চলো’র দিনই রাজ্যজুড়ে ইডির তল্লাশি

বৃহস্পতিবার ভোর চারটে থেকে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়ের বাড়িতেও চলছে ইডির তল্লাশি । এছাড়া লেকটাউন-শ্রীভূমি এলাকার বাসিন্দা দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্তের লেকটাউনের বাড়িতে হাজির ইডির ৪ তদন্তকারী আধিকারিক।

তৃণমূলের (TMC) রাজভবন (Rajbhawan) অভিযানের দিনই প্রতিহিংসার রাজনীতি কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt)। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate)। পুরসভা নিয়োগ মামলায় বৃহস্পতিবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার ইডির স্ক্যানারে একাধিক পুরসভা। মোট ১২ দলে ভাগ হয়ে ১২ জায়গায় এদিন জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে আচমকা তৃণমূলের রাজভবন অভিযানের দিনটিকেই কেন বেছে নেওয়া হল? তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগেও একাধিকবার তল্লাশি চালিয়ে লাভের লাভ কিছুই হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবুও বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির। এদিন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) বাসভবন ছাড়াও উত্তর ২৪ পরগণার একাধিক পুর প্রশাসকের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকের দল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর চারটে থেকে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়ের বাড়িতেও চলছে ইডির তল্লাশি । এছাড়া লেকটাউন-শ্রীভূমি এলাকার বাসিন্দা দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্তের লেকটাউনের বাড়িতে হাজির ইডির ৪ তদন্তকারী আধিকারিক। এছাড়া বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, বরাহনগর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চৌধুরী, কামারহাটি পুরসভার টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও বৃহস্পতিবার ভোরে হানা দিয়েছে ইডি। তবে এদিন ইডির তল্লাশি প্রসঙ্গে মন্ত্রী রথীন ঘোষ বলেন, এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। কিন্তু কিছু তো পাওয়া যায়নি। মঙ্গলবারের প্রতিক্রিয়া আজ পাওয়া যাচ্ছে। পাশাপাশি তিনি সাফ জানান, রাজভবন অভিযান অভিযানের মতোই চলবে। এসব করে লাভের লাভ কিছুই হয়নি।

অন্যদিকে, তৃণমূলের রাজভবন অভিযানের দিনই তৃণমূল নেতা মন্ত্রীর বাড়িতে ম্যারাথন তল্লাশিতে ফের ‘রাজনৈতিক প্রতিহিংসার’ অভিযোগ তুলেছে তৃণমূল। এদিন রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, রথীন ঘোষকে জোর করে কালিমালিপ্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই তল্লাশি চালাচ্ছে ইডি। এটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এলাকার মানুষের আরও অভিযোগ, যখন প্রয়োজন তখন তাঁরা কাছে পান রথীন ঘোষকে।