Thursday, August 21, 2025

আইএসএল-এর প্রথম ডার্বি স্থগিত, সরল ইস্টবেঙ্গল-গোয়া ম‍্যাচ, জানাল FSDL

Date:

অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। স্থগিত রাখা হল ২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বি। এদিন এমনটাই জানাল লিগের আয়োজক এফএসডিএল। তবে ২৮ অক্টোবরের বদলে ডার্বি কবে আয়োজন করা হবে, সেটা অবশ্য জানানো হয়নি আইএসএল-এর আয়োজকদের তরফ থেকে। এছাড়াও ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর মহাসপ্তমীর দিন ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু তা লাল-হলুদের ঘরের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। এই ম্যাচটি সে দিন শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইএসএল। পুরনো সূচি অনুসারে ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর দিন আইএসএল-এর মঞ্চে মেগা ডার্বি আয়োজিত হওয়ার কথা ছিল। ওই দিনই আবার কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। উৎসবের মরশুমে পুলিশ দেওয়া সম্ভব নয়, সেটা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন এফএসডিএলের পক্ষ থেকে জানান হয়েছে, ২১ অক্টোবর এবং ২৮ অক্টোবর দু’দিনই কলকাতায় ম্যাচ আয়োজনে অসুবিধা দেখা দিয়েছে। তাই আইএসএল-এর প্রথম ডার্বি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২১ অক্টোবর ইস্টবেঙ্গল-গোয়া ম‍্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:বৃহস্পতিবার এশিয়ান গেমসে সোনার হ‍্যাটট্রিক ভারতের, কমপাউন্ড তিরন্দাজীতে মহিলাদের পর পুরুষেদের সোনা জয়

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version