বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফের সোনা, স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জয় ভারতের

সোনার জন্য কঠিন লড়াই করেন দীপিকা-হরিন্দর। খেলায় এদিন শেষ পযর্ন্ত লড়াই করেন মালয়েশিয়ার আজমান আইফা এবং মহম্মদ কামাল জুটি।

বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফের সোনার পদক ভারতের ঝুলিতে। কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জয়ের পর স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জয় ভারতের। এদিন এশিয়ান গেমসে স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং। ফাইনালে তাঁরা হারালেন মালয়েশিয়ার প্রতিপক্ষকে। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০।

 

সোনার জন্য কঠিন লড়াই করেন দীপিকা-হরিন্দর। খেলায় এদিন শেষ পযর্ন্ত লড়াই করেন মালয়েশিয়ার আজমান আইফা এবং মহম্মদ কামাল জুটি। ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিলেন দীপিকারা। একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে যান তাঁরা। তবু চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেন দীপিকা-হরিন্দর জুটি। স্কোয়াশ থেকে এবারের গেমসের দ্বিতীয় সোনা জিতল ভারত।

এদিকে কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জেতে টিম ইন্ডিয়া। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারান ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জেতেন জ্যোতি সুরেখা, অদিতি এবং পারনীত।

আরও পড়ুন:আজ শুরু বিশ্বকাপ, প্রথম ম‍্যাচে মুখোমুখি ইংল‍্যান্ড এবং নিউজিল্যান্ড