Thursday, November 13, 2025

অবিলম্বে চালু করতে হবে ইন্টারনেট! মণিপুরে অনির্দিষ্টকালের জন্য অবরু.দ্ধ জাতীয় সড়ক   

Date:

Share post:

মণিপুরে (Manipur) অশান্তির জেরে দীর্ঘদিন বন্ধ ইন্টারনেট পরিষেবা (Internet Connection)। আর সেকারণেই অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ শুরু করেছে সেনাপতি জেলার এক ছাত্র সংগঠন। ইতিমধ্যে ৯০টিরও বেশি বাণিজ্যিক যানবাহন মণিপুর-নাগাল্যান্ড সীমান্তে আটকে পড়েছে। সেনাপতি ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ADSA) নাগাল্যান্ড ২ নং জাতীয় সড়ক এবং ১২৯-এ সীমান্তবর্তী দুটি প্রবেশপথই অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তবে এই দুই সড়ক মণিপুরের প্রধান লাইফলাইন হিসাবে কাজ করে। আর আচমকা সেই সড়ক বন্ধের কারণে চরম সমস্যার মুখে ডবল ইঞ্জিন পরিচালিত এন বিরেন সিং সরকার।

সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত প্রায় ৯০টি পণ্যবাহী যানবাহন নাগাল্যান্ডের খুজামার আন্তঃরাজ্য সীমান্তের পাশে NH-2 তে আটকে পড়েছে। তবে নাগাল্যান্ডের পেরেন এবং মণিপুরের মারামের মধ্যে সংযোগকারী জাতীয় সড়কে আটকা পড়া যানবাহনের সংখ্যা এই মুহূর্তে কত তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। জানা গিয়েছে, ৪ অক্টোবর অর্থাৎ বুধবার ছাত্র সংগঠনটি সেনাপতি জেলায় যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ ছিল সেখানে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলে নিতে রাজ্য সরকারকে ২৪ ঘন্টা সময় দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত মানেনি সরকার।

তবে এসডিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইন্টারনেটে অ্যাক্সেস কেবল একটি বিশেষ সুযোগ নয় বরং একটি মৌলিক অধিকার যা প্রতিটি নাগরিকের বিনা বাধায় উপভোগ করা উচিত। সমগ্র রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করা, এমনকি যখন সমস্যাগুলি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ হলেও পুরো রাজ্যে তা জোর করে বন্ধ করে রাখা কেবল অযৌক্তিক নয় বরং একটি মুক্ত রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের মৌলিক অধিকারগুলিও লঙ্ঘন করে। ছাত্র সংগঠনটি আরও জানিয়েছে, তাঁদের কণ্ঠস্বর শোনানোর জন্য গণতান্ত্রিক আন্দোলন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তবে যতদিন রাজ্য সরকার মোবাইল ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করে থাকবে ততদিন এসডিএসএ অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাবে।

 

 

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...