Monday, August 25, 2025

অবিলম্বে চালু করতে হবে ইন্টারনেট! মণিপুরে অনির্দিষ্টকালের জন্য অবরু.দ্ধ জাতীয় সড়ক   

Date:

মণিপুরে (Manipur) অশান্তির জেরে দীর্ঘদিন বন্ধ ইন্টারনেট পরিষেবা (Internet Connection)। আর সেকারণেই অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ শুরু করেছে সেনাপতি জেলার এক ছাত্র সংগঠন। ইতিমধ্যে ৯০টিরও বেশি বাণিজ্যিক যানবাহন মণিপুর-নাগাল্যান্ড সীমান্তে আটকে পড়েছে। সেনাপতি ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ADSA) নাগাল্যান্ড ২ নং জাতীয় সড়ক এবং ১২৯-এ সীমান্তবর্তী দুটি প্রবেশপথই অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তবে এই দুই সড়ক মণিপুরের প্রধান লাইফলাইন হিসাবে কাজ করে। আর আচমকা সেই সড়ক বন্ধের কারণে চরম সমস্যার মুখে ডবল ইঞ্জিন পরিচালিত এন বিরেন সিং সরকার।

সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত প্রায় ৯০টি পণ্যবাহী যানবাহন নাগাল্যান্ডের খুজামার আন্তঃরাজ্য সীমান্তের পাশে NH-2 তে আটকে পড়েছে। তবে নাগাল্যান্ডের পেরেন এবং মণিপুরের মারামের মধ্যে সংযোগকারী জাতীয় সড়কে আটকা পড়া যানবাহনের সংখ্যা এই মুহূর্তে কত তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। জানা গিয়েছে, ৪ অক্টোবর অর্থাৎ বুধবার ছাত্র সংগঠনটি সেনাপতি জেলায় যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ ছিল সেখানে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলে নিতে রাজ্য সরকারকে ২৪ ঘন্টা সময় দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত মানেনি সরকার।

তবে এসডিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইন্টারনেটে অ্যাক্সেস কেবল একটি বিশেষ সুযোগ নয় বরং একটি মৌলিক অধিকার যা প্রতিটি নাগরিকের বিনা বাধায় উপভোগ করা উচিত। সমগ্র রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করা, এমনকি যখন সমস্যাগুলি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ হলেও পুরো রাজ্যে তা জোর করে বন্ধ করে রাখা কেবল অযৌক্তিক নয় বরং একটি মুক্ত রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের মৌলিক অধিকারগুলিও লঙ্ঘন করে। ছাত্র সংগঠনটি আরও জানিয়েছে, তাঁদের কণ্ঠস্বর শোনানোর জন্য গণতান্ত্রিক আন্দোলন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তবে যতদিন রাজ্য সরকার মোবাইল ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করে থাকবে ততদিন এসডিএসএ অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাবে।

 

 

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version