Wednesday, August 20, 2025

টানা সাড়ে ১৯ ঘণ্টা চলল তল্লাশি!মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কী তথ্য পেল ইডি?

Date:

রাজভবন অভিযানের দিনই বৃহস্পতিবার প্রায় কাকভোরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উত্তর ২৪ পরগনার মাইকেলনগরের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোনটিকেও। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও। মাঝে ইডি আধিকারিকরা সাংবাদিকদের জানান, মন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন। কোনও প্রমাণ জোগাড় করতে না পেরে খালি হাতেই ফিরতে হয় ইডিকে।এমনকি তল্লাশি শেষে মধ্যরাতে ইডি আধিকারিকদের রথীন ঘোষের বাড়ি থেকে অসুবিধা হচ্ছে দেখে নিজে দাঁড়িয়ে তাঁদের বাইরে বেরোতে সহযোগিতা করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ রাজভবন অভিযানের দিন কাকভোরে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি
বৃহস্পতিবার রাত পৌনে ২টোয় ইডির দল তাঁর বাড়ি থেকে বেরিয়ে যেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বলেন, “ইডি আধিকারিকেরা আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি। তবে পুরসভায় নিয়োগ নিয়ে তাঁদের ধারণায় অনেক গন্ডগোল আছে।আমি এই বিষয়ে একটি বই দিয়ে ওদের সাহায্য করেছি।” তিনি আরও বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি। আমাকে হেনস্থা করতেই বাড়িতে এসেছিলেন ইডি আধিকারিকেরা।” নিয়োগ সংক্রান্ত কোনও নথি তাঁর বাড়ি থেকে পাওয়া যায়নি বলেও দাবি করেছেন খাদ্যমন্ত্রী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তেই এই হানা। পাঁচটি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। দীর্ঘ দিন ধরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। সেই সূত্র ধরেই টানা সাড়ে ১৯ ঘণ্টা ধরে মন্ত্রীর বাড়িতে চলে তল্লাশি।

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version