Monday, August 25, 2025

 রাহুলের বিতর্কিত পোস্টার নিয়ে নাড্ডা-মালব্যর বিরুদ্ধে আদালতে কংগ্রেস

Date:

কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে ‘নতুন যুগের রাবণ’ হিসাবে দেখিয়ে বিজেপির তরফে সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। বিজেপির ‘এক্স’ অফিসিয়াল হ‌্যান্ডলে পোস্ট করা একটি পোস্টারে রাহুল গান্ধীর ছবি রাবণ হিসাবে বিকৃত করায় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেসের তরফে এর তীব্র সমালোচনা করে বলা হয়েছে, এই ধরনের কার্যকলাপ ‘অগ্রহণযোগ‌্য’ এবং ‘বিপজ্জনক’। এর পরিপ্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং দলের আইটি সেলের ইনচার্জ অমিত মালব‌্যর বিরুদ্ধে এক কংগ্রেস নেতা আদালতে মামলা দায়ের করেন।

জানা গিয়েছে, কংগ্রেসের রাজস্থান কমিটির সাধারণ সম্পাদক যশবন্ত গুর্জার আদালতে তাঁর আবেদনে বিজেপির উভয় নেতার বিরুদ্ধে ৪৯৯ ধারা,৫০০ ধারা এবং ৫০৪ ধারায় মামলা দায়ের করার অনুমতির চেয়েছেন। জয়পুর মেট্রোপলিটন কোর্ট ১১-এ পিটিশন দায়ের করেছেন গুর্জার। আগামী ৯ অক্টোবর এই আবেদনের উপর শুনানি হবে।

আদালতে দাখিল করা গুর্জরের আবেদনে বলা হয়েছে, “অভিযুক্তরা ৫ অক্টোবর ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে পোস্টটি প্রচার করেছিল এবং অভিযুক্তের উদ্দেশ্য হল অপমান করা এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভাকাঙ্ক্ষার ক্ষতি করা এবং রাজনৈতিক ফায়দা তোলা।”

অভিযোগ, “বিজেপি নেতারা ইচ্ছাকৃতভাবে গান্ধীকে রাম-বিরোধী এবং ধর্ম-বিরোধী হিসাবে চিত্রিত করে তাঁর বিরুদ্ধে মানুষকে ক্ষুব্ধ করার জন‌্য এভাবে তাঁকে উপস্থাপন করেছেন।” আবেদনকারী উভয় অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করে বিষয়টি তদন্ত করার জন্য আদালতে আবেদন করেছেন।

ইতিমধ্যেই বিজেপির প্রচার করা এই পোস্টারের বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রতিবাদ করেছেন। সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করা পোস্টারটিতে রাহুল গান্ধীকে বেশ কয়েকটি মাথা-যুক্ত দেখানো হয়েছে, যার শিরোনাম ছিল ‘ভারত খতরে মে হ্যায় – একটি কংগ্রেস পার্টির প্রযোজনা। পরিচালক জর্জ সোরোস।’

 

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version