Sunday, August 24, 2025

দাবিতে অনড় থেকে শেষ পর্যন্ত রাজ্যপালকে বৈঠকে বসতে বাধ্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজি হলেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তৃণমূলের চিঠির জবাবে একথা জানিয়েছেন তিনি। সোমবার বিকেল চারটেয় রাজভবনে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

টানা চার দিন রাজভবনের সামনে ধর্নায় বসে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার গরিব মানুষের পাওনা আদায়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে চান তিনি। কারণ, দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি সময় দিয়েও অভিষেকদের সঙ্গে দেখা না করে পালিয়ে গিয়েছেন। এর পর বাংলায় কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করে বকেয়া আদায়ের বিষয়ে তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আবেদন জানাতে চান অভিষেক।

কিন্তু বৃহস্পতিবার থেকেই রাজভবন থেকে পালিয়ে বেড়াচ্ছেন সিভি আনন্দ বোস। অথচ এই বৃহস্পতিবারই তার সঙ্গে দেখা করার কথা ছিল অভিষেকের নেতৃত্বে প্রতিনিধি দলের। রাজ্যপাল দিল্লি যাচ্ছেন। বাংলায় এসে পাহাড়ে যাচ্ছেন। আবার দিল্লি ফিরে যাচ্ছেন। সেখান থেকে ফের পাহাড়ে যাচ্ছেন। কিন্তু রাজভবন আসছেন না। উল্টে তিনি তৃণমূলের প্রতিনিধিদলকে পাহাড়ে তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তাব দেন। এই জমিদারি মনোভাবের তীব্র বিরোধিতা করলেও সৌজন্য দেখিয়ে প্রতিনিধি দল পাঠায় তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার সন্ধেয় সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তৃণমূলের প্রতিনিধি দলের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ভূয়সী প্রশংসা করেন আনন্দ বোস। কিন্তু তখনও তিনি জানাননি কবে কখন তিনি রাজভবনে অভিষেকদের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন: বিজেপির কাছে মাথা নোয়াইনি বলেই হে.নস্থা! CBI তল্লাশি নিয়ে ক্ষো.ভে ফেটে পড়লেন ফিরহাদ

এদিকে বৃহস্পতিবার থেকেই রোদ-বৃষ্টি মাথায় করে ফুটপাতে বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের দাবিতে অনড় তিনি। শেষ পর্যন্ত রবিবার সন্ধেয় রাজভবনে ফেরেন আনন্দ বোস। ইতিমধ্যে রাজভবনকে ফের রাজ্যপালের সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। তার জবাবে রবিবার বেশ রাতে আনন্দ বোস জানান, তিনি সোমবার বিকেল চারটে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন। রাজনৈতিক মহলের মতে স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জিতলেন অভিষেক।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version