Thursday, August 21, 2025

পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের জামিনের আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল।আপাতত আরও আট দিন পিছিয়ে গেল শুনানি। কলকাতা হাই কোর্টে ওই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ এবং ১৮ অক্টোবর। মানিক পুত্র শৌভিক ভট্টাচার্যের জামিনের শুনানিও সোমবার হওয়ার কথা ছিল। তা আরও দু’দিন পিছিয়ে দিয়েছে আদালত।

সোমবার হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের আবেদন জানান নিয়োগ মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক। কিন্তু ইডি আদালতে জানায়, জামিনের বিরোধিতায় হলফনামা দিতে তাদের আরও কিছুটা সময় প্রয়োজন। আরও ১০ দিন সময় লাগবে বলে জানান ইডির আইনজীবী।

বিচারপতি ঘোষ ইডির আর্জি মঞ্জুর করেছেন। মানিকের মামলাটি আদালতে উঠবে আগামী ১৭ অক্টোবর। পার্থের মামলার শুনানি হবে ১৮ অক্টোবর। ওই দিন ইডিকে হলফনামা আদালতে জমা দিতে হবে।

মানিকের পুত্র শৌভিকও বিচারপতি ঘোষের বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু এই মামলার ক্ষেত্রে অন্য যুক্তি পেশ করে ইডি। কেন্দ্রীয় সংস্থা জানায়, হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডির তদন্তকারী আধিকারিক পরিবর্তিত হয়েছেন।এখন দায়িত্বে এসেছেন নতুন অফিসার। তাই এই মামলার জন্য নতুন করে কিছুটা সময় চেয়েছে ইডি।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version