Monday, August 25, 2025

বিহার দেখালো পথ, কংগ্রেস শাসিত রাজ্যেগুলিতে জাতি গণনার ঘোষণা রাহুলের

Date:

Share post:

দীর্ঘ লড়াই শেষে অবিজেপি রাজ্য বিহারে প্রকাশিত হয়েছে জাতিগত জনগণনার ফল। এবার সেই পথে পা বাড়াল কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘোষণা করে দিলেন, শীঘ্রই কংগ্রেস শাসিত রাজ্যেগুলিতে জাতিগত জনগণনা হবে। নির্বাচন কমিশনের তরফে সোমবার ৫ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, এহেন পরিস্থিতির মাঝে কংগ্রেসের এহেন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “দেশ জাতিগত জনগণনা চায়। বিজেপি না চাইলে সরে যাক।”

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন(Election of Commission India)। ৭ নভেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। তার আগে দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল কংগ্রেস(Congress)। সেখানেই প্রায় ৪ ঘণ্টার বৈঠকে সর্বসম্মতিক্রমে জাতিগত জনগণনার বিষয়ে সিদ্ধান্ত হল। এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানান, “সিডব্লুসি-এর বৈঠকে যৌথভাবে আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। ৪ টি রাজ্য হিমাচল প্রদেশ, রাজস্থান, কর্ণাটক এবং ছত্তিশগড় কংগ্রেস শাসিত রাজ্য। এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নিজ নিজ রাজ্যে জাতিগত জনগণনা করবেন।” কংগ্রেস সাংসদ আরও বলেন, “কংগ্রেস শাসিত রাজ্যগুলির এই পদক্ষেপ দেশের দরিদ্র জনগণের মুক্তির লক্ষ্যে অত্যন্ত “প্রগতিশীল” একটি পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত জাতি বা বর্ণের দ্বারা অনুপ্রানিত হয়ে নয়, বরং এই সিদ্ধান্ত ভারতের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অগ্রগতির স্বার্থে নেওয়া হচ্ছে।”

spot_img

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...