Thursday, August 28, 2025

বিহার দেখালো পথ, কংগ্রেস শাসিত রাজ্যেগুলিতে জাতি গণনার ঘোষণা রাহুলের

Date:

দীর্ঘ লড়াই শেষে অবিজেপি রাজ্য বিহারে প্রকাশিত হয়েছে জাতিগত জনগণনার ফল। এবার সেই পথে পা বাড়াল কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘোষণা করে দিলেন, শীঘ্রই কংগ্রেস শাসিত রাজ্যেগুলিতে জাতিগত জনগণনা হবে। নির্বাচন কমিশনের তরফে সোমবার ৫ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, এহেন পরিস্থিতির মাঝে কংগ্রেসের এহেন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “দেশ জাতিগত জনগণনা চায়। বিজেপি না চাইলে সরে যাক।”

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন(Election of Commission India)। ৭ নভেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। তার আগে দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল কংগ্রেস(Congress)। সেখানেই প্রায় ৪ ঘণ্টার বৈঠকে সর্বসম্মতিক্রমে জাতিগত জনগণনার বিষয়ে সিদ্ধান্ত হল। এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানান, “সিডব্লুসি-এর বৈঠকে যৌথভাবে আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। ৪ টি রাজ্য হিমাচল প্রদেশ, রাজস্থান, কর্ণাটক এবং ছত্তিশগড় কংগ্রেস শাসিত রাজ্য। এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নিজ নিজ রাজ্যে জাতিগত জনগণনা করবেন।” কংগ্রেস সাংসদ আরও বলেন, “কংগ্রেস শাসিত রাজ্যগুলির এই পদক্ষেপ দেশের দরিদ্র জনগণের মুক্তির লক্ষ্যে অত্যন্ত “প্রগতিশীল” একটি পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত জাতি বা বর্ণের দ্বারা অনুপ্রানিত হয়ে নয়, বরং এই সিদ্ধান্ত ভারতের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অগ্রগতির স্বার্থে নেওয়া হচ্ছে।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version