Friday, August 22, 2025

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে ধু.ন্ধুমার! ফের প্রকাশ্যে বিজেপির অ.ন্তর্দ্বন্দ্ব

Date:

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। জানা গিয়েছে, সোমবার তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ছিল। আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতির সূত্রপাত। বিধায়ক বনাম পঞ্চায়েত সমিতির সভাপতির অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এল। অভিযোগ, এদিন সকালে পঞ্চায়েত সমিতির অফিসে অনুগামীদের নিয়ে আগেই ঢুকে পড়েন বিধায়ক তাপসী মণ্ডল। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে ঢুকতে গেলে তাঁকে আটকে দেয় তাপসী মণ্ডলের অনুগামীরা।

পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে না পেরে বাইরেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। যাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। চলতি বছরেই এই পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে যায়। তবে বোর্ড গঠনের পর গত সেপ্টেম্বর মাসে কর্মাধক্ষ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই সময়ের মতো নির্বাচন বন্ধ হয়ে গেলেও সোমবার নতুন করে কর্মাধক্ষ নির্বাচনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। কিন্তু এদিন নির্দিষ্ট সময়ের আগেই দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক তাপসী মণ্ডল তাঁর অনুগামীদের নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে যান। অভিযোগ পরবর্তীকালে এই পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে ঢুকতে গেলে তাঁকে বাঁধা দেন তাপসীর অনুগামীরা। অভিযোগ, তাপসী মণ্ডলের নিরাপত্তাবাহিনী তাঁকে ভিতরে যেতে দেননি। এরই প্রতিবাদে মাটিতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। এরপরই দুপক্ষের অনুগামীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version