Sunday, May 18, 2025

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে ধু.ন্ধুমার! ফের প্রকাশ্যে বিজেপির অ.ন্তর্দ্বন্দ্ব

Date:

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। জানা গিয়েছে, সোমবার তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ছিল। আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতির সূত্রপাত। বিধায়ক বনাম পঞ্চায়েত সমিতির সভাপতির অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এল। অভিযোগ, এদিন সকালে পঞ্চায়েত সমিতির অফিসে অনুগামীদের নিয়ে আগেই ঢুকে পড়েন বিধায়ক তাপসী মণ্ডল। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে ঢুকতে গেলে তাঁকে আটকে দেয় তাপসী মণ্ডলের অনুগামীরা।

পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে না পেরে বাইরেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। যাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। চলতি বছরেই এই পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে যায়। তবে বোর্ড গঠনের পর গত সেপ্টেম্বর মাসে কর্মাধক্ষ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই সময়ের মতো নির্বাচন বন্ধ হয়ে গেলেও সোমবার নতুন করে কর্মাধক্ষ নির্বাচনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। কিন্তু এদিন নির্দিষ্ট সময়ের আগেই দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক তাপসী মণ্ডল তাঁর অনুগামীদের নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে যান। অভিযোগ পরবর্তীকালে এই পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে ঢুকতে গেলে তাঁকে বাঁধা দেন তাপসীর অনুগামীরা। অভিযোগ, তাপসী মণ্ডলের নিরাপত্তাবাহিনী তাঁকে ভিতরে যেতে দেননি। এরই প্রতিবাদে মাটিতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। এরপরই দুপক্ষের অনুগামীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey),...

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South...

‘à§­ – à§©à§® – à§«à§«’, উৎপল সিনহার কলম 

মনের নাম মধুমতী আর চোখের নাম আয়না আমি দুহাতে চোখ ঢেকে রাখি মন যেন জানা যায় না ...চোখ দেখলেই নাকি মনের ভাব...
Exit mobile version