Sunday, August 24, 2025

একের পর এক চিঠি তৃণমূলের। অবশেষে চাপে পড়ে সময় দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সোমবার বিকেল চারটে রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ ৩০ জন প্রতিনিধি। ধর্নামঞ্চ থেকেই অভিষেক জানিয়ে দিলেন, অনুরোধ সত্বেও রাজভবনের ভিতরে সংবাদমাধ্যম তো দূরের কথা, মোবাইল ফোনও তাঁদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। বৈঠক সম্পর্কে বেরিয়ে এসে ফের ধর্নামঞ্চ থেকেই বিস্তারিত জানাবেন বলে জানালেন অভিষেক। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন-সহ তৃণমূলের প্রতিনিধিরা এবং ৮ জন ভুক্তভোগী রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন রাজ্যপালের সঙ্গে তৃণমূলের বৈঠকে উপস্থিত থাকুক সংবাদ মাধ্যমও। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয় রাজভবনের তরফে। কোনও চিত্রগ্রাহক পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি মেলেনি। এমনকী অভিষেকদের মোবাইল ফোনও রেখে যেতে বলা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, রাজ্যে দাবি আদায়ে যে কোনও রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তিনি প্রস্তুত। সেই কারণেই সেভাবেই তাঁরা রাজভবনে গিয়েছেন। যাওয়ার আগে অভিষেক জানিয়ে গিয়েছেন কেন্দ্রের টাকা আটকে রাখা এবং আটকে রাখা টাকা ফেরতে সুদের বিষয় আইন উল্লেখ করে তাঁরা বৈঠকে জানাবেন।

বৈঠকে বসার আগে ধর্নামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা ওনাকে ৭ তারিখ ইমেল করে জানিয়েছিলাম। ওনার পদকে সম্মান জানিয়ে আমরা সৌজন্য হিসেবে ৩ জনকে দার্জিলিং পাঠিয়েছিলাম।” তবে, রাজ্যপাল পাহাড় থেকে ফিরে রবিবার রাত নটা পঞ্চাশের সময় তাঁদের রাত দশটায় দেখা করার কথা বলেছিলেন বলে জানান অভিষেক। সেটা সম্ভব না হওয়ায় সোমবার সময় চান তৃণমূল নেতৃত্ব। সেই মতো চারটে রাজভবনে গিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। সঙ্গে সারা বাংলা থেকে পাঠানো চিঠির বান্ডিলের একাংশ।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version