Wednesday, May 7, 2025

রাজস্থানে নির্বাচনের দিন বদল কমিশনের, ২৩-এর পরিবর্তে ২৫ নভেম্বর ভোট

Date:

রাজস্থান(Rajsthan) বিধানসভা ভোটের দিন বদল করল নির্বাচন কমিশন(Election Commission)। বুধবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে। মূলত রাজস্থানের ব্যবসায়ীদের আর্জিতে সাড়া দিয়ে এই দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ভোটের দিন বদল হলেও গণনার তারিখে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত ৩ ডিসেম্বরই বাকি রাজ্যগুলির সঙ্গে এই রাজ্যেও হবে ভোট গণনা।

গত সোমবার à§« রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছিল দেশের নির্বাচন কমিশন। রাজস্থান রাজ্যে ভোটের দিন নির্ধারিত হয়েছিল ২৩ নভেম্বর। তবে এই দিন ঘোষণার পরই কমিশনের কাছে ভোটের দিন বদলের আর্জি জানায় রাজস্থানের ব্যবসায়ীরা। কারণ হিসেবে জানানো হয়, ওইদিনটি ‘দেব উঠান একাদশী’ হিসেবে পালন করে উত্তর ভারত। ওই দিন থেকেই শুরু হয় বিয়ের মরশুম। তাই কেনাকাটার জন্য ওই দিনটিকেই বেছে নেন বহু মানুষ। ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানায় এই দিনটি ছেড়ে অন্য যেকোনও দিন নির্বাচন হোক। তা না হলে বিপুল টাকার ক্ষতি হবে ব্যবসায়ীদের। ব্যবসায়ী সংগঠনের এই আর্জিতে সাড়া দিয়ে বুধবার কমিশনের তরফে জানানো হয় ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে।

উল্লেখ্য, গত সোমবার সাংবাদিক বৈঠক করে ৫ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। যেখানে জানানো হয়, মিজোরামে ৭ নভেম্বর। মধ্য প্রদেশে ১৭ নভেম্বর, তেলঙ্গানায় ৩০ নভেম্বর এবং ছত্তিশগড়ে দুই দফায় ৭ এবং ১৭ নভেম্বর হবে ভোট গ্রহণ। রাজস্থানের জন্য ভোট গ্রহনের দিন ধার্য হয় ২৩ নভেম্বর। যদিও বিয়ের কেনাকাটার চাপে সেই দিন বদলে ২৫ নভেম্বর করল নির্বাচন কমিশন। তবে একত্রে পাঁচ রাজ্যের ফলপ্রকাশ হবে ৩ ডিসেম্বর।

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version