Sunday, August 24, 2025

মিলল ছুটি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বুধবারই আহমেদাবাদ রওনা হচ্ছেন শুভমন

Date:

ডেঙ্গি কাটিয়ে দ্রুত সুস্থ হচ্ছেন শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বুধবারই আহমেদাবাদ যাওয়ার কথা রয়েছে তাঁর। ফলে পাকদের বিরুদ্ধে ভারতীয় ওপেনারের খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে।বোর্ডের একটি সূত্রে জানা গিয়েছে, বুধবারই চেন্নাই থেকে আমদাবাদ রওনা হবে শুভমন। গোটা ব্যাপারটাই থাকবে বোর্ডের চিকিৎসক দলের নজরে থাকবেন তিনি। আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ। আহমেদাবাদ শুভমনেরই নিজের শহর । সেখানে শুভমনের রেকর্ডও নজরকাড়া। এক দিনের ক্রিকেটে একটি দ্বিশতরান রয়েছে। ফলে সেই মাঠে তাঁকে খেলানোর আপ্রাণ চেষ্টা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবারই ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছিলেন, শুভমন দ্রুত সুস্থ হয়ে উঠছে। হাসপাতাল থেকে হোটেলে ফিরে এসেছে। মেডিক্যাল টিম ওর উপর নজর রাখছে। আমাদের নিয়মিত পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। দলে যোগ দিলেও দীর্ঘ ধকল শেষে শুভমন আদৌ ম্যাচ খেলার মতো অবস্থায় থাকবেন কি না সেটাই প্রশ্ন। কারণ, গত কয়েক দিনে ব্যাট-বলের সঙ্গে কোনও সম্পর্কই ছিল না তাঁর। শনিবার খেলতে হলে দ্রুত নিজেকে তৈরি করতে হবে।

পরিস্থিতি বুঝে অনুশীলনে নামতে পারেন। সূত্রের খবর ৭০ থেকে ৮০ শতাংশ ফিট হয়েছেন। সোমবার বিকেলে চেন্নাইতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হয়। প্লেটিলেট কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বেশ ভালভাবেই সুস্থ হচ্ছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version