Monday, May 5, 2025

পিতৃপক্ষের অবসান। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। তবে, এবছর মহালয়ায় হচ্ছে এক বিরল মহাজাতিক ঘটনা। ১৪ অক্টোবর সূর্য গ্রহণ (Solar Eclipse)। দেখা যাবে ‘রিং অফ ফায়ার’। আমেরিকার বেশিরভাগ অংশে এই দৃশ্য দেখা যাবে। ২০১২ সালের পর এই প্রথম এমন দৃশ্যের সাক্ষী হতে চলেছে মার্কিন মুলুক।

শনিবার চাঁদ সূর্যের সামনে অবস্থান করবে, যার কারণে এর বেশিরভাগ অংশই ঢাকা পড়ে যাবে। তবে এর ফলে দুর্দান্ত একটি বৃত্তাকার বলয় দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার বেশ কিছু দেশের মানুষ পশ্চিম গোলার্ধে এই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে। ওরেগন উপকূল থেকে টেক্সাস উপসাগরীয় উপকূলের মধ্যবর্তী অংশে এই আংশিক সূর্য গ্রহণ দেখা যাবে।

কীভাবে হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ?

চাঁদ যখন পৃথিবী আর সূর্যর মাঝখানে চলে যায় তখন হয় বলয়গ্রাস। এই কারণে চাঁদ সূর্যকে পুরোপুরি ভাবে ঢেকে দিতে পারে না। সূর্যের আলোর একটি সরু বৃত্ত অংশ দৃশ্যমান হয়। সেটি অনেকটা ‘রিং অফ ফায়ার’ বা ‘আগুনের বলয়’-এর মতো দেখায়।

এই সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে?

NASA সূত্রে খবর, চলতি বছর ভারতে আংশিক সূর্যগ্রহণ (Solar Eclipse) দেখা যাবে না। আবহাওয়া অনুকূল থাকলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে নিউ মেক্সিকো, নেভাদা, ওরেগন, উটাহ, অ্যারিজোনা, আইডাহো, কলোরাডো এবং টেক্সাসে। ক্যালিফোর্নিয়ার কিছু অংশ থেকেও দৃশ্যমান হবে। এরপরে এটি মেক্সিকো এবং মধ্য ও পরে দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে যাবে। সূর্যাস্তের সময় আটলান্টিক মহাসাগরে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। সব জায়গায় আংশিক সূর্যগ্রহণের স্থায়ীত্ব গড় সময় চার থেকে পাঁচ মিনিট।

আরও পড়ুন: মিলল ছুটি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বুধবারই আহমেদাবাদ রওনা হচ্ছেন শুভমন

আংশিক সূর্যগ্রহণের সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে রাখে না। তাই সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষা চশমা ছাড়া সরাসরি তাকানো কখনওই নিরাপদ নয়। নাসার NASA মতে, ক্যামেরা, টেলিস্কোপ, বাইনোকুলার বা অন্য কোনও অপটিক্যাল যন্ত্র দিয়েও সূর্যের দিকে তাকানো ঠিক নয়। কারণ সূর্যগ্রহণ এই সব যন্ত্রের ফিল্টার নষ্ট করে। একই সঙ্গে চোখেরও ক্ষতি হয়। সেক্ষেত্রে পিনহোল প্রজেক্টর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...
Exit mobile version