Monday, August 25, 2025

ফের যোগীরাজ্যে চূড়ান্ত নি.র্মমতার শি.কার না.বালিকা, ভ.য়াবহতা দেখে শি.উরে উঠছে দেশ

Date:

সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে যোগী রাজ্যের (Yogi State) ভয়াবহ ছবি। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সামনে আসতে শুরু করেছে একের পর এক গণধর্ষণের অভিযোগ। এবার বরেলিতে (Bareli) এক স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল। তবে শুধু গণধর্ষণই নয়, নাবালিকার উপর চরম অত্যাচার চালিয়ে তাঁকে স্থানীয় একটি রেলওয়ে ক্রসিংয়ের (Railway Crossing) সামনে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে যোগীরাজ্যের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে নির্যাতনের জেরে নাবালিকার হাঁটু থেকে দুটি পা কেটে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বাদ গিয়েছে নাবালিকার একটি হাতও। এদিকে বুধবার পুলিশের কাছে নাবালিকার পরিবারের অভিযোগ, সতেরো বছরের নির্যাতিতাকে গণধর্ষণের পর যখন সে একটি হাত ও দুটি পা হারিয়ে জীবনযুদ্ধে বাঁচার জন্য প্রাণপণ লড়াই চালাচ্ছে তখনও তাঁর রেহাই মেলেনি। রেলওয়ে ক্রসিংয়ের কাছে মেয়েটিকে ফেলে দেওয়ার পরও ধর্ষকদের হাত থেকে রেহাই মেলেনি নাবালিকার। তখনও তাঁকে গণধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করলেও বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নাবালিকার পরিবারের আরও অভিযোগ, বর্তমানে মেয়েটির শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লেগেছে এবং বেশ কয়েকটি অঙ্গ ভেঙেও গিয়েছে। তবে এমন নিন্দনীয় ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ পোড়ে যোগী সরকারের। এরপরই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনার জেরে চারজন পুলিশ আধিকারিককেও সাসপেন্ড করে মুখ বাঁচাতে ময়দানে নেমে পড়ে যোগী সরকার। তবে তাতেও লাভের লাভ কিছুই হয়নি। এবার দোষীদের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ সামনে আনলেন নির্যাতিতার পরিবার। এদিকে নির্যাতিতার বাবার অভিযোগ, মঙ্গলবার ওই নাবালিকা প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফিরছিল। এরপরই তাঁকে ধর্ষণের অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে। পরে নাবালিকাকে খাদায়ু রেল ক্রসিংয়ের কাছে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। সেই সময় নাবালিকার দুই পা ও হাত থেকে গলগল করে রক্ত বেরচ্ছিল বলে অভিযোগ।

এদিকে গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। তবে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই নাবালিকাকে ট্রেনের সামনে ছুঁড়ে দেওয়ার জন্যই নাকি অন্য কোনও কারণে নাবালিকার আঘাত লেগেছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, গত রাতে টিউশন সেরে ফেরার সময় একদল যুবক নাবালিকার পথ আটকে প্রথমে তাঁকে চরম হেনস্থা করে। পরে ঘটনার তীব্র প্রতিবাদ করতেই নাবালিকার জীবনে নেমে আসে চরম অন্ধকার। এদিকে বরেলির জেলা শাসক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টিতে মর্মাহত। তিনি নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নাবালিকার চিকিৎসার জন্য সমস্ত খরচ বহনের কথা ঘোষণা করা হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে।

তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, নাবালিকার অবস্থা অত্যন্ত গুরুতর। ইতিমধ্যে নাবালিকার হাঁটুর নিচে থেকে দুটি পা কেটে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বাদ গিয়েছে তাঁর একটি হাতও। এদিকে নাবালিকার বাবার অভিযোগ, আমরা থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ একবারও তাঁদের গ্রামে গিয়ে ঘটনার তদন্তও করেননি।

 

 

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version