Monday, August 25, 2025

ভারত প্যালেস্তাইনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে: বিদেশ মন্ত্রক

Date:

প্যালেস্তাইনের সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করে ভারত। ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধের মাঝেই এবার ভারতের অবস্থান ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। ইজরায়েলে হামাসের হামলাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে জঙ্গি হামলা আখ্যা দেওয়ার পর বিদেশমন্ত্রকের এই মন্তব্য স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে শোরগোল ফেলেছে।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “ইজরায়েল ও প্যালেস্তাইন নিয়ে ভারতের অবস্থান আগের জায়গাতেই রয়েছে। ভারত সর্বদা প্যালেস্তাইনকে সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলোচনা পুনরায় শুরু করার জন্য বলে এসেছে ভারত। তারা যাতে স্বীকৃত সীমান্তের মধ্যে ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করে। ভারতের সেই অবস্থান এখনও একই রয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর প্যালেস্তাইনে হামাসের তরফে ইসরায়েলে রকেট হামলা পর প্যালেস্তাইন ইস্যুতে ভারতের পক্ষ থেকে এটাই প্রথম বিবৃতি।

উল্লেখ্য, ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ নিয়ে এর আগে দু’বার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’বারই ইজরায়েলে হামাসের রকেট হামলার নিন্দা করে এই ঘটনাকে জঙ্গি হামলা বলে আখ্যা দেন তিনি। এর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি জানান, এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে রয়েছে ভারতবাসীরা। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পর প্যালেস্তাইন ইস্যুতে বিদেশমন্ত্রকের এই মন্তব্য স্বাভাবিকভাবেই শোরগোল ফেলেছে। তবে এবিষয়ে কূটনৈতিক মহলের বক্তব্য, ভারত ইজরায়েল এবং প্যালেস্তাইন দুই রাষ্ট্রকেই সমর্থন করে। ইজরায়েল এবং প্যালেস্তাইনকে ভালো প্রতিবেশী হিসেবে দেখে। আর সেই পথেই ভারতের নীতি আলোচনার মাধ্যমে সীমান্ত ভাগ করে দুই দেশের সহাবস্থান।

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version