Sunday, May 4, 2025

অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে! ইঙ্গিত প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার

Date:

দেশের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় মোদি সরকার(Modi Govt)। অন্য কেউ নয়, এবার এমনই ইঙ্গিত দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) আর্থিক উপদেষ্টা। আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল(Sanjib Sanyal) বলেন, আগামী দিনে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জীবিত থাকবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল একটি সাক্ষাৎকারে জানান, “আমার মনে হয়, চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে। এবং ভবিষ্যতে ভারতীয় ব্যাঙ্ককিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের নীতি নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। বছর দুই আগে কেন্দ্রীয় বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপর সঞ্জীব সান্যালের এহেন মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তাঁর মন্তব্যে স্পষ্ট যে, সরকার হয়তো আগামী দিনে আরও বেসরকারিকরণের পথে হাঁটতে পারে।

প্রসঙ্গত, এই মুহূর্তে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে ভারতে। সেগুলো হল ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে কোন চারটি ব্যাঙ্ক রাখা হয়, আর কোনওগুলির বেসরকারিকরণ হয়, সেটাই দেখার।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version