Saturday, November 15, 2025

নবান্নের ঐকান্তিক চেষ্টায় পুজোর আগে কাটল জট, ৭১ ব.ন্দি মুক্তিতে অনুমোদন রাজ্যপালের

Date:

স্বাধীনতা দিবসে রাজ্যপালের সঙ্গে সংঘাতে আটকে গিয়েছিল বন্দি মুক্তি। রাজ্য সরকারের ঐকান্তিক চেষ্টায় পুজোর আগে কাটল জট। রাজ্যপালের অনুমোদন মেলায় নজির বিহীন ভাবে এবার পুজোর আগে জেল থেকে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ৭১ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় এবার স্বাধীনতা দিবসের আগে প্রথা মাফিক ওই বন্দিদের মুক্তি দেওয়া যায়নি।

পুজোর আগে তাদের মুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যপালকে ফাইল পাঠানো হয়। শুক্রবার রাজ্যপাল ওই ফাইলে অনুমোদন দিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। রাজভবনের তরফে জানানো হয়েছে, বন্দি মুক্তির বিষয়টি নিয়ে নবান্নের কাছ থেকে পূর্ণ সহযোগিতা চেয়েছিলেন রাজ্যপাল। এ বিষয়ে কথাও বলতে চেয়েছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে।
৭১ জন ভারতীয় বন্দি ছাড়াও ১৬ জন ভিনদেশী নাগরিকের মুক্তির জন্য কেন্দ্রের অনুমোদন চাওয়া হয়েছে বলে রাজ্যপাল জানান। একই সঙ্গে আগামী দিনে রাজভবন ও রাজ্য সরকার যাতে সুসংহত ভাবে এই বন্দি মুক্তির বিষয়টি স্থির করতে পারে এজন্য একটি যৌথ কমিটি গঠনেরও তিনি প্রস্তাব দিয়েছেন।

প্রতি বছর স্বাধীনতা দিবসে বেশকিছু বন্দিকে মুক্তি দেওয়া হয় সংশোধনাগার থেকে। বন্দিদের আচার-আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে কারা কারা মুক্তি পাবে। রাজ্যের কারা দফতর সেই তালিকা তৈরি করে থাকে। নিয়মানুযায়ী, কাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের তালিকা রাজ্যকে পাঠাতে হয় রাজভবনে।এবারের স্বাধীনতা দিবসের আগেও সেই তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। কিন্তু এই তালিকা নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছিল।

প্রসঙ্গত, উৎসবের মরসুমে পুজোর আগেই ৭১ জন বিচারাধীন বন্দিদের মুক্তির জন্য রাজ্যপালকে ফের চিঠি দিয়েছিল নবান্ন। সেই চিঠি পাওয়ার পর একাধিক বিষয় নিয়ে জানতে চেয়ে রাজ্যপাল চিঠি দেন স্বরাষ্ট্রসচিবকে। শেষ পর্যন্ত অনুমোদন মেলায় জটিলতা কাটল।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version