‘অপারেশন অজয়’কে (Operation Ajay)সফল করে যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে (Israel)আটকে থাকা আরও ২৩৫ জন ভারতীয় নিরাপদে দেশে দেশে ফিরলেন। আগেই ২১২ জনকে দেশে ফেরানো হয়েছে। নয়াদিল্লি বলছে, তেল আভিভ বিমানবন্দরে এখনও বহু ভারতীয় অপেক্ষায় রয়েছেন। দ্রুত তাঁদেরও ফিরিয়ে আনা হবে।

ভারতীয় দূতাবাসের তরফে ইজ়রায়েলে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল যে, যাঁরা আগে আসবেন, তাঁরা আগে বিমানে আসন পাবেন। বিমানের সীমিত সংখ্যক আসনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ সে দেশ থেকে ভারতের উদ্দেশে বিমানটি ছাড়ে। নয়াদিল্লি পৌঁছয় শনিবার সকালে। রবিবারও ভারতীয় নাগরিকদের ইজ়রায়েল থেকে ফিরিয়ে আনা হবে বলে কেন্দ্রীয় সূত্রে খবর।