Wednesday, December 3, 2025

ইজরায়েলের মাটিতে তা.ণ্ডবলীলা হা.মাসের, মোসাদের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই কঠিন হচ্ছে পরিস্থিতি। ইজরায়েল-হামাসের (Israel-Hamas) রক্তক্ষয়ী অবস্থা দেখে আতঙ্ক বাড়ছে বিশ্ববাসীর। বিগত এক সপ্তাহের যুদ্ধে ইজরায়েলে কমপক্ষে ১৩০০ নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইজরায়েলের পাল্টা এয়ারস্ট্রাইকে (Airstrike) গাজায় (Gaza Strip) ১৫৩০ জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ইজরায়েলের দাবি, ১৫০০-এরও বেশি হামাস জঙ্গিকে এখনও পর্যন্ত নিকেশ করা হয়েছে। মনে করা হচ্ছে, ১৯৭৩ সালের ইয়োম কিপ্পুর যুদ্ধের পর ইজরায়েলের মাটিতে এটাই সবচেয়ে ভয়াবহ আক্রমণ। তবে হামাস বাহিনীর এই হামলার পিছনে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের (Mossad) ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছে বিশেষজ্ঞদের একাংশ। গোয়েন্দা সংস্থার বিশ্ব জোড়া সুখ্যাতি থাকলেও কীভাবে মোসাদ এমন কাণ্ড ঘটাল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। ক্ষমতা, শক্তি আর প্রযুক্তিতে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে একটি। সংস্থায় প্রায় ৭ হাজারেরও বেশি কর্মী বিশ্বের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তবে সংস্থার গোয়েন্দাদের কর্মপদ্ধতি তাক লাগিয়ে দেওয়ার মতো।

তবে শুধুমাত্র ইজরায়েল নয়, ইহুদিদের স্বার্থ রক্ষায় দেশে দেশে রয়েছে মোসাদের শাখা অফিস। বিভিন্ন দেশের নাগরিকরাও এই গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন। গোয়েন্দা প্রযুক্তিতেও মোসাদ বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান। গোয়েন্দা নজরদারির দারুণ সব প্রযুক্তি বিশ্বের কাছে বিক্রি করে মোসাদ। সেই মোসাদই হামাসের আকস্মিক হামলা রুখতে ব্যর্থ। আর এনিয়ে এখন সরগরম ইজরায়েল। সরকারের শীর্ষ নেতাদের অভিযোগ, এই হামলার পরিকল্পনা হামাস অনেকদিন ধরেই করছিল, তারপরও মোসাদ সেটি কেন জানতে পারেনি? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। কিন্তু এই গুপ্তচর সংস্থার কাজের একাধিক বড় নিদর্শন রয়েছে। ২০২০ সালে গোপন অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনের নিকটাত্মীয় আল কায়দার প্রথম সারির নেতাকে হত্যা করেছিল এই গুপ্তচর সংস্থা। তবে প্রতিবেশী কোনও রাষ্ট্রই যাতে ইজরায়েলের উপর আক্রমণ শানাতে না পারে সেদিকে কড়া নজর থাকে মোসাদের। আর সেকারণেই গুপ্তচর সংস্থার জন্য প্রতিবছরই ৩০০ কোটি ডলার খরচ করে ইজরায়েল সরকার।

তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি এক ভাষণে হুমকি দেন, হামাসকে ধ্বংস করে আমরাই জয়ী হব। তবে এর জন্য কিছুটা সময় লাগতে পারে। ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, জন্মভূমির জন্য সিংহের মতো লড়াই করছি। হামাসের হামলার ঘটনা কখনোই ভুলব না। তাদের ওপর এমন হামলা চালাবো, যা তারা কখনোই ভাবতে পারেনি।

 

 

 

spot_img

Related articles

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...