Wednesday, January 14, 2026

পুজোর আগে বস্ত্র বিতরণের নামে ভ.ণ্ডামি! ১০০ দিনের টাকা না পেয়ে ভুক্তভোগীদের ক্ষো.ভের মুখে বিজেপি বিধায়ক

Date:

Share post:

১০০ দিনের কাজের প্রাপ্য টাকা মেলেনি। আর পুজোর মুখে নিজেদের ভোটব্যাঙ্ক বাড়াতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)। পুজোর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার দুর্গা পুজোকে (Durga Pujo) হাতিয়ার করে বস্ত্র বিতরণের (Distribution of Cloths) নামে ফের বিশৃঙ্খলার চেষ্টা বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার দুর্গা পুজো উপলক্ষ্যে শীতলকুচিতে (Sitalkuchi) বস্ত্র বিতরণ করতে যান বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মণ (Baren Chandra Burman)। আর এদিন পুজো উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করতে গিয়ে গ্রামবাসীদের চরম বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। পুলিশ সূত্রে খবর, এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা বিধায়কের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ ও বিধায়কের নিরাপত্তারক্ষীদের প্রচেষ্টায় ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন বরেনচন্দ্র বর্মণ।

গ্রামবাসীদের একটাই দাবি, পুজোর আগে আমাদের টাকা চাই না। আমাদের হকের ১০০ দিনের টাকা ফিরিয়ে দিন। বিজেপি বিধায়ক জানান, হিসাব দিলে তবেই টাকা দেবে কেন্দ্র। এরপরই চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাঁদের একটাই দাবি আমাদের টাকা অবিলম্বে ফিরিয়ে দিতে বলুন কেন্দ্রের মোদি সরকারকে। নাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তবে পুজোর মুখে গ্রামবাসীদের এমন বিক্ষোভের জেরে বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার আসল ছবি ফের সামনে এল। উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রকে লাগাতার অনুরোধ করেও লাভের লাভ হয়নি। এরপর বাধ্য হয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চিত মানুষদের নিয়ে দিল্লির রাজপথে শান্তিপূর্ণ সত্যাগ্রহে বসেন। যা দেখে মোদি সরকারের পায়ের তলার মাটি কেঁপে গেলেও বঙ্গ বিজেপির কিছু নেতাদের কথায় এখনও বাংলার বঞ্চিত মানুষদের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর বাংলার মানুষকে টাকা না দিয়ে পুজোর আগে বস্ত্র বিতরণের নামে বঞ্চিত মানুষদের আবেগ নিয়ে খেলছে বিজেপি। আর সেকারণেই এদিনের বিক্ষোভ। এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের (TMC)।

তবে এদিন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে তড়িঘড়ি এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এদিন বস্ত্র বিতরণ করতে গেলে আচমকাই গ্রামবাসীরা তাঁর উপর চড়াও হয়। তাঁদের একটাই দাবি দ্রুত ১০০ দিনের টাকা মেটাতে হবে তাঁদের।

 

 

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...