Friday, November 14, 2025

সুরুচি সংঘের প্রতিমা–মণ্ডপ সংরক্ষণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Date:

স্পেনে থাকাকালীন হোয়াটসঅ্যাপ বার্তায় দুর্গাপুজোর থিম শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১ ঘণ্টা ৫৭ মিনিট সময় নিয়ে সেখান বসেই গান লিখে, সুর দিয়ে, নিজে গেয়ে পাঠান তিনি। আর মহালয়ার দিন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করেন। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সুরুচি সংঘের থিম সংয়ের নেপথ্য ঘটনা প্রকাশ্যে আনেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

বাংলার লোকশিল্প–হস্তশিল্প–কুটিরশিল্প নিয়েই এবার তৈরি হয়েছে সুরুচি সংঘের মণ্ডপ। সেটা দেখতে চান মুখ্যমন্ত্রী। এই বছর বাংলার নানা জেলার লোকশিল্প, হস্তশিল্পের মধ্যে যে বৈচিত্র আছে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তিনমাস ধরে কাজ করেছেন গ্রামবাংলার গুণী শিল্পীরা। বাঁশ–বেত, গুলঞ্চ লতা, কাপড়–সুতো দিয়ে তৈরি হয়েছে গ্রামের ঢ্যাপা পুতুল প্রতিমা। বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া, বর্ধমানের কাঠের পুতুল, বীরভূমের চদর বদর শিল্প থাকছে। মণ্ডপ তৈরী হয়েছে পুরুলিয়ার আউশ ধানের শীষ, সবং গ্রামের খাগড়াকাঠি, উত্তর ২৪ পরগনার মাছ ধরার পলো দিয়ে। দেওয়ালে ভিতরে শোলা ও লতার নানা কাজ রয়েছে। মাতৃপ্রতিমা তাম্রবর্ণের সনাতনী রূপ । কাপড় কেটে তৈরি নানা রঙের পটচিত্র, পুরুলিয়ার জুন ঘাসে বোনা ঝাড়বাতি এবং ঝাড়গ্রামের পাঁচি গামছার শিল্প মানুষের মন ছুঁয়ে যাবে।

অরূপ বিশ্বাসকে এই মণ্ডপ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ‘শহরে দুর্গাপুজো দেখতে আসা বিদেশি পর্যটক এবং ইউনেস্কোর প্রতিনিধিরা এলে এই তালপাতার পাখায় হাওয়া দিতে হবে। মাটির ভাঁড়ে চা খাওয়াবে। বাইরের পুতুলগুলি এবং প্রতিমা সংরক্ষণ করবে। পুজো হয়ে গেলে আমায় দুটো পাখা দিয়ে যাবে।’

প্রসঙ্গত, সুরুচির থিম সং এবার ‘মা’‌। তোর একই অঙ্গে এত রূপ’ গানের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন অরূপ বিশ্বাস বলেন, ‘আপনার সশরীর উপস্থিতি ছাড়া সুরুচির পুজো হয় না’। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘ভাবিস না, ঠিক দেখা হবে কার্নিভালে।’

 

আরও পড়ুন- ‘শাহিন যে দারুণ বোলার নয় এটা সবাইকে মেনে নিতেই হবে’, ভারত-পাক ম‍্যাচের পর বললেন শাস্ত্রী

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version