Saturday, May 17, 2025

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী, ১৯৭ কোটি টাকা অনুমোদন দিল রাজ্য সরকার

Date:

Share post:

বৃষ্টি কম হওয়ায় বিপন্ন কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা অনুমোদন দিল রাজ্য সরকার। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee বলেন, “যারা বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধান বপন করতে পারেননি সেই ২.৪৬ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা আমরা অনুমোদন করছি। বাংলা শস্য বিমা (BSB) এর অধীন এই টাকা অনুমোদন করা হয়। যা একটি সম্পূর্ণ রাজ্য সরকারের ফসল বিমা প্রকল্প এবং আমরা পুরো প্রিমিয়াম দিই। কৃষকদের কিছু দিতে হবে না।

২০১৯ সালে স্কিমটি পরিদর্শন করার পর থেকে, আমরা ৮৫ লক্ষ কৃষককে ২৪০০ কোটি টাকার বেশি টাকা দিয়েছি।“

বরাবরই বাংলার কৃষকদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁরই উদ্যোগে রাজ্যে চালু হয়েছে কৃষকবন্ধু ক্রেডিট কার্ড। এবার বাংলা শস্য বিমার অধীন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য বাংলার মুখ্যমন্ত্রীর। বাংলার চাষীদের শস্য চাষ করে যাতে ক্ষতির মুখে পড়তে না হয়, তার জন্য বাংলা শস্য বিমা প্রকল্প শুরু করে রাজ্য সরকার। বিমার আওতায় মূলত বাংলার দরিদ্র কৃষকদের সহায়তা করাই সরকারের মূল উদ্দেশ্য। এই প্রকল্পে ফসল নথিভুক্ত করিয়ে রাখলে কোনও কারণে ফসল নষ্ট হলে সেই টাকা দেয় রাজ্য সরকার। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবই এবং ফসল রোপণের শংসাপত্র নিয়ে আবেদন করলেই নথিভুক্ত করা যাবে বিমায়। শস্য বিমার নিয়ম অনুযায়ী, আপনার ৭৫% ফসল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক ২৫% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা ৭৫% ফসল নষ্ট হলে ৫০% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন।

spot_img

Related articles

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...