Wednesday, November 12, 2025

পুজোয় খোলা থাকছে নন্দন ! খুশি সিনে প্রেমী থেকে নির্মাতা

Date:

Share post:

হাতে মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই বাঙালির দুর্গাপুজোর (Durga Puja) শাস্ত্রীয় সূচনার পাশাপাশি সিনে পুজোরও অফিসিয়াল উদ্বোধন। পুজোর চারদিনের জন্য ৪ বাংলা ছবি প্রস্তুত। অনেকেই বলছেন একসঙ্গে চার রকম বৈশিষ্ট্য , আলাদা গল্প আর প্রতি সিনেমায় আলাদা অভিনেতাদের নিয়ে এভাবে কোনও ছবিদের মুক্তি সাম্প্রতিক কালে হয়নি। তাই ক্রেজ বাড়ছে। সেই কথা মাথায় রেখে এবং শাহরুখ – সলমনদের মাঝে বাংলার নিজস্ব ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে এই পুজোয় খোলা থাকছে নন্দন (Nandan) সিনে প্রেক্ষাগৃহ। গত ৭ অক্টোবর থেকে মেরামতির জন্য এই থিয়েটার হল বন্ধ রাখা হয়েছে। তাতে মন খারাপ সিনে প্রেমীদের। কারণ সাধ্যের মধ্যে মাল্টিপ্লেক্স ফিলিং একমাত্র নন্দনই দিতে পারে। তাই তো সিনে মুক্তির সঙ্গে সঙ্গে নন্দনের টিকিট সবার আগে বিক্রি হয়। কিন্তু পুজোর বড় বড় ছবি এখানে দেখতে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এখন জানা যাচ্ছে ষষ্ঠী থেকেই ফের খুলছে নন্দন (Nandan)।

শেষ মুহূর্তে টলিপাড়ায় নির্মাতারা জল মেপে নিতে ব্যস্ত। ‘রক্তবীজ’ (Raktabweej), ‘দশম অবতার'(Dwasham Awataar), ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Masi), ‘ বাঘা যতীন’ (Bagha Jatin) নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। কেমন চলছে অগ্রিম বুকিং বা কোথায় হলের সংখ্যা বাড়ানো যায়, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরমাঝে নন্দন প্রেক্ষাগৃহ খোলা থাকবে জেনে স্বস্তিতে নির্মাতা ও দর্শকরাও। ঠাকুর দেখার ফাঁকে টুক করে সিনেমাটাও কীভাবে দেখে নেওয়া যাবে সেই প্ল্যানিং শুরু হয়ে গেছে। শুধুমাত্র বিজয়া দশমীর দিন নন্দন বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে রক্তবীজ ছায়াছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) বললেন, ‘‘পুজোর সময় বহু সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেখানে শুধুমাত্র বাংলা ছবির কথা ভেবে নন্দন খোলা রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।” পুজোয় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল (Arindam Sil)পরিচালিত ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। পরিচালক বাংলার সরকারকে ধন্যবাদ দিয়ে বলছেন, এর থেকে ভাল খবর আর হতে পারে না। যদিও ৪টি ছবিই নন্দনে মুক্তি পাবে কীনা তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...