Friday, May 16, 2025

দেশের বিভিন্ন হাইকোর্টে(High Court) বিচারপতি নিয়োগের জন্য ১৩ জন আইনজীবীর নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম(SC Collegium)। বিচারপতি নিয়োগ নিয়ে টানাপোড়েনের মাঝেই বুধবার এই নাম ঘোষণা করল কলেজিয়াম। যে তালিকায় উল্লেখযোগ্য গুয়াহাটি হাই কোর্টের বিচারপতি পদে উন্নিকৃষ্ণন নায়ার এবং কৌশিক গোস্বামীর নাম।

উল্লেখ্য, গত বছর খানেক ধরেই বিচারপতি পদে সুপারিশ করা নাম নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয় দেশের শীর্ষ আদালতের। এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুকে ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত। এরপর রিজিজুকে আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী। সেই পরিস্থিতিতে এবার কলেজিয়ামের এই সুপারিশ নিয়ে মোদি সরকার নতুন করে টালবাহানা করে কিনা সেটাই এখন দেখার। কারণ গত মাসেই বিচারপতি নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে কেন্দ্রের শ্লথতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল বিচারপতি সঞ্জয় কউল এবং বিচারপতি শুধাংশু ধুলিয়াকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। জানিয়েছিল, দেশের বিভিন্ন হাই কোর্ট থেকে বিচারপতি পদে নিয়োগের জন্য ৮০টি নাম পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। কিন্তু গত ১০ মাস ধরে সেই তালিকা নরেন্দ্র মোদি সরকারের আইন মন্ত্রক অনুমোদন দেয়নি। প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের কলেজিয়ামে প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কউল এবং বিচারপতি সঞ্জীব খান্না।

Related articles

কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার  সংস্কার ও মেরামতির...

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...

ইস্টবেঙ্গলের তালিকায় ১৯ বিদেশি

নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...
Exit mobile version