Tuesday, December 16, 2025

৯ বছরে ২৫ লক্ষ কোটি টাকার ঋণ বাতিল! রিজার্ভ ব্যাঙ্কের চা.ঞ্চল্যকর তথ্যে বিপাকে মোদি সরকার

Date:

Share post:

এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই সুরাটের (Surat) এক সমাজকর্মী সঞ্জয় এজাওয়ার করা তথ্য জানার অধিকার আইনের (RTI) ভিত্তিতে কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এল। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নরেন্দ্র মোদি তথা এনডিএ (NDA)-র ৯ বছরের শাসনকালে ২৫ লাখ কোটি টাকার ঋণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আর এই তথ্য সামনে আসতেই মাথায় হাত দেশের জনসাধারণের। এনডিএ সরকার, এনডিএ সরকার-১ এবং এনডিএ সরকার-২ ২০১৪-২০১৫ সাল থেকে ২০২২-২০২৩ সাল পর্যন্ত ৯ বছর ধরে ক্ষমতায় রয়েছে। আর এই সময়ের মধ্যে, মোদি সরকার ভারত জুড়ে পাবলিক ব্যাঙ্কগুলির মাধ্যমে ১০.৪১ লক্ষ কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মাধ্যমে অতিরিক্ত ১৪.৫৩ লক্ষ কোটি টাকা বাতিল করার অনুমোদন দিয়েছে।

তবে আরবিআই-এর প্রকাশ করা তথ্যে শুধুমাত্র পরিসংখ্যানগত তথ্যই প্রকাশ করা হয়েছে যদিও খেলাপিদের নাম প্রকাশ করেনি রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু আরবিআই সাফ জানিয়েছে ইউপিএ সরকারের থেকে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের টাকা বাতিলের সিদ্ধান্ত সর্বকালের রেকর্ড। আর মোদি সরকারের ২৫ লক্ষ টাকার বোঝার দায় বয়ে বেড়াতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের কৃষকদের। এদিকে ঋণ খেলাপ করে বিদেশে পালিয়ে বেঁচেছেন নীরব মোদি, বিজয় মালিয়ার মতো শিল্পপতিরা। যদিও বছরের পর বছর কেটে গেলেও তাঁদের ভারতে প্রত্যার্পণের কোনও উদ্যোগ মোদি সরকারের তরফে চোখে পড়েনি। উল্টে দেশের সাধারণ মানুষকে এর দায় বয়ে বেড়াতে হচ্ছে। এদিকে দীর্ঘ নয় বছরের মেয়াদে তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ২৫ লক্ষ কোটি টাকার মধ্যে, মাত্র ২.৫ লক্ষ কোটি টাকা উদ্ধার সম্ভব হয়েছে। এরপরও কেন মোদি সরকার অর্থ পুনরুদ্ধারে আরও কার্যকর হয়নি তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

 

 

 

 

spot_img

Related articles

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...