Sunday, November 23, 2025

৯ বছরে ২৫ লক্ষ কোটি টাকার ঋণ বাতিল! রিজার্ভ ব্যাঙ্কের চা.ঞ্চল্যকর তথ্যে বিপাকে মোদি সরকার

Date:

Share post:

এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই সুরাটের (Surat) এক সমাজকর্মী সঞ্জয় এজাওয়ার করা তথ্য জানার অধিকার আইনের (RTI) ভিত্তিতে কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এল। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নরেন্দ্র মোদি তথা এনডিএ (NDA)-র ৯ বছরের শাসনকালে ২৫ লাখ কোটি টাকার ঋণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আর এই তথ্য সামনে আসতেই মাথায় হাত দেশের জনসাধারণের। এনডিএ সরকার, এনডিএ সরকার-১ এবং এনডিএ সরকার-২ ২০১৪-২০১৫ সাল থেকে ২০২২-২০২৩ সাল পর্যন্ত ৯ বছর ধরে ক্ষমতায় রয়েছে। আর এই সময়ের মধ্যে, মোদি সরকার ভারত জুড়ে পাবলিক ব্যাঙ্কগুলির মাধ্যমে ১০.৪১ লক্ষ কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মাধ্যমে অতিরিক্ত ১৪.৫৩ লক্ষ কোটি টাকা বাতিল করার অনুমোদন দিয়েছে।

তবে আরবিআই-এর প্রকাশ করা তথ্যে শুধুমাত্র পরিসংখ্যানগত তথ্যই প্রকাশ করা হয়েছে যদিও খেলাপিদের নাম প্রকাশ করেনি রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু আরবিআই সাফ জানিয়েছে ইউপিএ সরকারের থেকে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের টাকা বাতিলের সিদ্ধান্ত সর্বকালের রেকর্ড। আর মোদি সরকারের ২৫ লক্ষ টাকার বোঝার দায় বয়ে বেড়াতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের কৃষকদের। এদিকে ঋণ খেলাপ করে বিদেশে পালিয়ে বেঁচেছেন নীরব মোদি, বিজয় মালিয়ার মতো শিল্পপতিরা। যদিও বছরের পর বছর কেটে গেলেও তাঁদের ভারতে প্রত্যার্পণের কোনও উদ্যোগ মোদি সরকারের তরফে চোখে পড়েনি। উল্টে দেশের সাধারণ মানুষকে এর দায় বয়ে বেড়াতে হচ্ছে। এদিকে দীর্ঘ নয় বছরের মেয়াদে তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ২৫ লক্ষ কোটি টাকার মধ্যে, মাত্র ২.৫ লক্ষ কোটি টাকা উদ্ধার সম্ভব হয়েছে। এরপরও কেন মোদি সরকার অর্থ পুনরুদ্ধারে আরও কার্যকর হয়নি তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

 

 

 

 

spot_img

Related articles

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...

এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ যাতে নির্বিঘ্নে এগোয়, সেই নির্দেশ ফের স্পষ্ট করল নবান্ন।...