ষষ্ঠীতেই নিম্নচাপ, নবমীর সকাল থেকে বৃষ্টিতে ভাসবে শারদোৎসব!

আবহাওয়ার খামখেয়ালিপনায় বরুণ দেবের উপর ভরসা করতে পারছেন না বঙ্গবাসী। অতএব যত সময় এগোচ্ছে ততই ভিড় বাড়ছে।

আজ পঞ্চমী। মহালয়ার পর থেকে যেভাবে ঠাকুর দেখার ঢল নেমেছে রাস্তায়, তাতে মনে হচ্ছে ইতিমধ্যেই পুজোর (Durga Puja 2023) মধ্য গগনে চলে এসেছে বাঙালি। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে আগে থেকে পুজো দেখে নিলে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারবেন দর্শনার্থীরা কারণ নিম্নচাপ ক্রমাগত ঘনীভূত হচ্ছে। তাই পুজোয় বৃষ্টি (Rain in Puja) হলে অন্তত ঠাকুর দেখতে না পারার ক্ষেত্রে থাকবে না। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে পুজোর মধ্যে বৃষ্টির ভ্রুকুটি। আগামিকাল অর্থাৎ ষষ্ঠী থেকেই নিম্নচাপ জোরালো আকার নিচ্ছে ফলে নবমী-দশমী বৃষ্টি ভাসবে বাংলা।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছরের দুঃখ, ক্লান্তি, কষ্ট, যন্ত্রণা ভুলে এই পাঁচটা দিন শুধুই অনাবিল আনন্দে মেতে থাকা। সেখানে যদি একটা দিনও কম পড়ে যায় তাহলে তো আক্ষেপ করতেই হয়। সেই কারণেই বিগত কয়েক বছর ধরে মহালয়ার পর থেকেই ঠাকুর দেখার ভিড় লক্ষ্য করা গেছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আবহাওয়ার খামখেয়ালিপনায় বরুণ দেবের উপর ভরসা করতে পারছেন না বঙ্গবাসী। অতএব যত সময় এগোচ্ছে ততই ভিড় বাড়ছে। তবে পুজোর মধ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু তাই বলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে না এমনটা বলা যাচ্ছে না। অষ্টমী পর্যন্ত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে নবমী থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রেকলকাতা ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও পুজোর একেবারে শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Previous articleপ্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরোলেন পর্ষদ সভাপতি
Next articleইজরায়েলের কাছে হা.মলা থামানোর আর্জি হা.মাসের!