Friday, May 16, 2025

দেশের গোপন নথি পাক গু.প্তচরদের পা.চার করার অভিযোগে গুজরাটে ধৃত ১

Date:

Share post:

দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাক গুপ্তচরদের পাচার করার অভিযোগ।গুজরাটের আনন্দ থেকে পাকিস্তানি চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাট এটিএস। অভিযোগ, দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য তিনি পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ ধৃতের বিরুদ্ধে।

ওই ব্যক্তি পাকিস্তানি হলেও দীর্ঘদিন ধরেই থাকছিলেন গুজরাটে। সেখান থেকেই ভারত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাকিস্তানে সরবরাহ করতেন বলে অভিযোগ। গুজরাট এটিএস জানিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই ব্যক্তির উপর নজর রাখছিল।অবশেষে আনন্দ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর ফোন থেকে বেশ কয়েকটি ছবি, ভিডিয়ো, অনলাইন চ্যাট-সহ বেশ কিছু গোপন তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশের। পুলিশের অনুমান, এই তথ্যই হয়তো তিনি প্রতিবেশী দেশের চরদের পাঠাচ্ছিলেন।

গুজরাট এটিএস সূত্রে জানা গিয়েছে, ওই পাকিস্তানি চরের নাম লাভ শঙ্কর। তিনি আদতে পাকিস্তানে। সে দেশেই জন্ম তাঁর। ১৯৯৯ সালে তিনি ভারতে এসেছিলেন। তার পর থেকে গুজরাটের বিভিন্ন প্রান্তে থেকেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে আনন্দেই থাকছিলেন তিনি। সেখানে শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি ভারতের বিভিন্ন গোপন তথ্য পাকিস্তানে পাঠাতেন বলে অভিযোগ।

দীর্ঘ দিন ধরেই তার উপর সন্দেহ ছিল বলে জানিয়েছে গুজরাট এটিএস। সন্দেহ হওয়ার পর থেকেই লাভ শঙ্করের উপর নজরদারি শুরু হয়েছিল। লাভ শঙ্করের বিরুদ্ধে একাধিক ডিজিটাল নথি রয়েছে, যার মাধ্যমে চরবৃত্তির বিষয়ে নিশ্চিত প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। এর পরই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গুজরাট এটিএস।

spot_img

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...