Saturday, August 23, 2025

সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাড্ডু, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

অবশেষে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে মুশফিকুর রহিমের ক‍্যাচ ধরেন জাড্ডু। তার সুবাদেই সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাদেজা। গতকাল মুশফিকুরের ক‍্যাচ ধরেই মাঠের মধ‍্যেই সেরা ফিল্ডারের পুরস্কারের দাবি জানিয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা। যেই ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে ম‍্যাচের পর দলের ফিল্ডিং কোচ টি দিলীপ সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেছেন। তিনি মেডেল তুলে দেন জাদেজার গলায়। প্রথম তিনটি পদক জিতেছিলেন বিরাট কোহলি, শার্দুল ঠাকুর এবং কেএল রাহুল। আর এবার পুরস্কার পেলেন জাড্ডু।

বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। সেই ম‍্যাচে মুশফিকুর রহিমের ক‍্যাচ ধরেন জাদেজা। ম‍্যাচে যশপ্রীত বুমরাহর বলে স্কোয়ার কাট মারার চেষ্টা করেছিলেন মুশফিকুর। কিন্তু ক্যাচ উঠে যায়। সে সময় পয়েন্টে ছিলেন জাদেজা। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ ধরেন জাড্ডু। ক্যাচ ধরার পরেই গলায় মেডেল পরিয়ে দেওয়ার ইঙ্গিত করেন তিনি। মাঠের ধারে ডাগ আউটের সামনে সে সময় দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর দিকে তাকিয়েই জাদেজা পুরস্কারের দাবি জানান। তাঁর কীর্তি দেখে হেসে ফেলেন ভারতীয় দলের অন্য ক্রিকেটারেরাও।

বিশ্বকাপে জন‍‍্য ভারতীয় দলে নতুন পুরস্কার শুরু করেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছে ভারতীয় শিবির। এই সেরা ফিল্ডার নির্বাচনের দায়িত্বে রয়েছেন দলের ফিল্ডিং কোচই। সেরা ফিল্ডারের জন্য থাকছে একটি সোনার মেডেল। প্রথম তিনটি ম্যাচে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, শার্দূল ঠাকুর এবং লোকেশ রাহুল।

আরও পড়ুন:ভারতীয় শিবিরে ধাক্কা, এল হার্দিকের চোটের রিপোর্ট, কী বলা হল বিসিসিআইয়ের তরফ থেকে?

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version