Saturday, May 17, 2025

সন্ধ্যা থেকেই ষষ্ঠীতে জনজোয়ারে মাতল শহর। পুজোর শেষ মুহূর্তের কেনাকেটার সঙ্গেই চলেছে পুজো দেখার হিড়িক। বহু জায়গায় জাম-কাপড়ের প্যাকেট হাতেই মন্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল দর্শনার্থীদের। সঙ্গে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো, অটো, গাড়ি ও বাইক। এদিন সকাল থেকেই রিকশা ভাড়া করে প্রবীণদের পুজে দেখার ছবিও উঠে এসেছে।

সেই সঙ্গে বাজারগুলিতেও উপচে পড়েছে ভিড়। পুজো দেখার পাশাপাশি কেনাকাটা চলেছে পুরোদমে। ভাল ভিড় টানছে একডালিয়া এভারগ্রিনের পুজো। দক্ষিণের একাধিক পুজো দেখার জন্য অন্যতম মূল রাস্তা গড়িয়াহাটে এখন প্রবল যানজট। কয়েক মিটার এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে গাড়ি। রাস্তার দু’দিকের ফুটপাথে দর্শনার্থীর চাপ যেমন আছে, তেমনই চলছে বিকিকিনিও। রাসবিহারী রোডও ভিড় আক্রান্ত। দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে দীর্ঘ লাইন পড়েছে লেক মল থেকে প্রিয়া সিনেমা পর্যন্ত। সব দিক থেকে থইথই করছে মানুষ। কালীঘাট মেট্রোয় নামছেন প্রচুর মানুষ। দক্ষিণের একাধিক পুজো দেখতে ছড়িয়ে পড়ছেন তাঁরা।ষষ্ঠীর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাস্তায় ভিড় নেই এমন রাস্তা পাওয়াই দুষ্কর হয়ে পড়়েছে। যোধপুর পার্ক, গোলপার্কে প্রবল যানজট। নিউ আলিপুর, সাদার্ন অ্যাভিনিউয়েরও একই হাল।
দক্ষিণের পুজো দেখতে বেরিয়ে ঘেমেনেয়ে একসা দর্শনার্থীরা। চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সিংহ, যোধপুর পার্ক, মুদিয়ালি ছাড়াও দক্ষিণের ছোট-বড় সব পুজো মণ্ডপ ভরে উঠছে আট থেকে আশি বছর বয়সিদের ভিড়ে।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version