Saturday, August 23, 2025

বেসরকারি ইঞ্জিনিয়ারিং-কারিগরি কলেজের অ্যাডমিশন এবং টিউশন ফি বেধে দিল রাজ্য সরকার

Date:

বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও কারিগরি কলেজগুলির অ্যাডমিশন ফি ও টিউশন ফি বাবদ খরচ বেঁধে দিল রাজ্য সরকার। এখন থেকে ওই সব কলেজ বছরে এক লক্ষ দশ হাজার টাকার বেশি টিউশন ফি হিসেবে নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। প্রযুক্তি, ফার্মেসি, আর্কিটেকচার কলেজের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। পাশাপাশি নিজস্ব অর্থে পরিচালিত ওইসব কলেজ প্রতিটি কোর্সের জন্য একাকালীন ১০ হাজার টাকার বেশি অ্যাডমিশন ফি নেওয়া যাবে না বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

লাইব্রেরি ও বইয়ের খরচ বাবদ এককালীন ৬০০০ টাকা এবং ছাত্র কল্যাণ তহবিল খেলাধুলা-সহ ইত্যাদি খাতে বার্ষিক সর্বাধিক ১০০০ টাকা ফি নেওয়া যাবে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কলেজ উন্নয়ন খাতে ডেভেলপমেন্ট ফি বাবদ কখনই বাৎসরিক টিউশন ফির অতিরিক্ত ১৫ শতাংশের বেশি টাকা নিতে পারবে না। কলেজের বাৎসরিক হিসাব-নিকাশ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং রাজ্যের কারিগরি শিক্ষা অধিকর্তার কাছে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে।
বেসরকারি স্কুলের পাশাপাশি কারিগরি কলেজগুলো ইচ্ছেমতো টিউশন ফি নিয়ে থাকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিমাত্রায় টিউশন ফি আদায়ের অভিযোগ রয়েছে অভিভাবকদের। এমন পরিস্থিতিতে সার্বিকভাবে যুক্তিযুক্ত টিউশন ফি নেওয়া হয় সে ব্যাপারে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরি করা হচ্ছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version