Saturday, May 17, 2025

উৎসবে মেতেছে বাঙালি, আর তারই মাঝে পুরপিতার মানবিক উদ্যোগ। বাঁচল তিনটি প্রাণ। আবাসন-বন্দি হয়ে দীর্ঘদিন প্রায় অনাহারে দিন কাটাচ্ছিলেন অসহায় তিনজন। খবর পাওয়ামাত্রই মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন বারাসত ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেবব্রত পাল। ভবিষ্যতে তাঁদের খাওয়ার দায়িত্বও নিলেন তিনি।

ঘটনার সূত্রপাত, মহাষষ্ঠীর দুপুরে। হঠাৎই একটি অপরিচিত নম্বর থেকে ফোন পান পুরপিতা দেবব্রত পাল। তিনি জানতে পারেন, তাঁর ১০ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে একটি আবাসনে রিনা রায়, শশধর রায় ও কাজরী রায় জীর্ণ ও রোগগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছেন। বিগত তিন মাস ধরে তাঁরা অসহায় অবস্থায় প্রবল আর্থিক অনাটনের মধ্যে দিন কাটাচ্ছেন। অর্ধাহারে তাঁদের দিন কাটাতে হচ্ছে। তাঁদের দেখভালের কেউ না থাকায় মুড়ি এবং জল খেয়ে কোনওমতে বেঁচে আছেন। দেবব্রতবাবু তা শুনে তৎক্ষণাৎ অ্যাম্বুল্যান্স ডেকে তিন মুমূর্ষুকে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তির ব্যবস্থা করেন। তাঁরা তিনজনই এখন হাসপাতালে চিকিৎসাধীন।

তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল জানান, এই ঘটনা খুবই দুঃখজনক। আমি খবর পাওয়ামাত্রই নিজে গিয়ে তাঁদের উদ্ধার করি। বারাসত পুরসভার পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়ও এগিয়ে আসেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মানুষের দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোই মানুষ হিসেবে আমাদের কাজ। আমি সেই কাজই করেছি মাত্র। ৩ জনের অবস্থা খুবই খারাপ, তাই তাঁদের সঙ্গে কথা বলা তেমনভাবে সম্ভব হয়নি। সুস্থ হলে বিস্তারিত জেনে তাঁদের ভাল থাকার এবং ভবিষ্যতে তাঁদের আহারের ব্যবস্থা করব।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version