Saturday, August 23, 2025

ইজরায়েলের হামলায় মৃতের ৪০ শতাংশই শিশু, গাজায় জল পরিষেবা চালুর আর্জি সুনকের

Date:

গত কয়েকদিন ধরে চলতে থাকা ভয়াবহ যুদ্ধে কার্যত মৃতের স্তুপে পরিণত হয়েছে প্যালেস্টাইনের গাজা প্রদেশ। এরই মাঝে যে রিপোর্ট প্রকাশে এলো তা রীতিমত ভয়াবহ। জানা যাচ্ছে, এই যুদ্ধে ইজরায়েলের বিমান হামলায় এখনো পর্যন্ত সাড়ে চার হাজার প্যালেস্টানীর মৃত্যু হয়েছে। যার ৪০ শতাংশই শিশু। ইজরায়েলের বিমান হামলা তো বটেই, তার সঙ্গে দুর্ভোগ বেড়েছে খাদ্য ও জলের অভাবে। জল ও খাবারের সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছে ইজরায়েল। এই অবস্থায় গাজায় জলপরিসেবা নতুন করে চালু করার আর্জি জানালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক।

গাজা স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরাইলের বিমান হামলায় এখনো পর্যন্ত ৪ হাজার ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪০ শতাংশ শিশু। শুধু তাই নয় ১৪,২৪৫ জন আহত হয়েছেন। এই সংখ্যায় ৭০ শতাংশ শিশু ও মহিলা। তবে এই পরিস্থিতি এখানেই শেষ হয়নি এখনো লাগাতার হামলা চালানো হচ্ছে ইজরায়েলের তরফে। জানা গিয়েছে শেষ ২৪ ঘন্টায় বিমান হামলায় ২৬৬ জনের মৃত্যু হয়েছে প্যালেস্টাইনে। যার মধ্যে ১১৭ জন শিশু। ফলে মারণ যুদ্ধে সবচেয়ে বেশি বিপদ ঘনিয়ে উঠেছে শিশুদের।

এদিকে এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরাইলের পক্ষ নিলেও গাজার প্রয়োজনীয় পরিষেবা চালুর দাবিতে সওয়াল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইজরায়েল সফর থেকে ফিরে এদিন সুনক বলেন, আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। এই খুনি শত্রু হামাসকে শেষ করতে ইজরায়েলের পাশে রয়েছে ব্রিটেন। তবে হামাসের জন্য সেখানকার সাধারণ মানুষ ভুক্তভোগী হবে এটা কাম্য নয়। আমি চাই যত দ্রুত সম্ভব গাজায় জল ও অন্যান্য পরিষেবা চালু করা হোক। পাশাপাশি তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের ক্ষতি এড়াতে সম্ভাব্য পদক্ষেপ নিতে হবে ইজরায়েলকে।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version