মধ্য কলকাতার পুজোয় সাবেকিয়ানায় মেতেছে সবাই

মধ্য কলকাতার অন্যতম পুরোনো পুজোগুলির মধ্যে অন্যতম বাদুর বাগান অঞ্চলের শ্রীসংঘের পুজো। এই বছর ৮১তম বর্ষে পদার্পণ করলো। পুজো কমিটির সদস্যদের বক্তব্য, এই পুজোটি পুরোনো হওয়ায় মানুষের আবেগ ও উৎসাহ এত বেশি যে এটি এখন পারিবারিক পুজোর আকার নিয়েছে।পুজোর চারদিন সবাই একসাথে হইহুল্লোড় করে কাটায় এবং অষ্টমীর দুপুরের মধ্যাহ্ন ভোগের আয়োজন থাকে ।

মধ্য কলকাতা কলেজস্ট্রিট অঞ্চলের অন্যতম পুজো হলো নীলমণি দত্ত লেন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। খুবই অল্প জায়গায় এইভাবে মাতৃ আরাধনা না দেখলে বিশ্বাসই করবেন না। নীলমণি দত্ত লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি পূজোর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি চাঁদা ব্যতীত পূজো। এই পুজোয় উৎসবের আনন্দে মেতে ওঠাটাই সবার কাছে অগ্রগণ্য। তাই এখানে মা অধিষ্ঠাত্রী আনন্দ দেওয়ার জন্য।

Previous articleডানকুনি থানার মানবিক উদ্যোগ! পুজোয় চওড়া হাসি প্রবীণ নাগরিকদের
Next articleনবমীর নয়নমণি কোয়েল, কবীরকে নিয়েই মল্লিক বাড়ির পুজোর কাজ সামলালেন অভিনেত্রী