ডানকুনি থানার মানবিক উদ্যোগ! পুজোয় চওড়া হাসি প্রবীণ নাগরিকদের

তবে এলাকার প্রবীণ নাগরিকদের পুজোর সমস্ত আনন্দ প্রদান করতে বদ্ধপরিকর ছিলেন পুলিশ কর্মীরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত বয়সের মানুষ।

মানবিক উদ্যোগ চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) অন্তর্গত ডানকুনি থানার (Dankuni Police Station)। এবার থানার আইসি তাপস সিনহার উদ্যোগে এলাকার প্রবীণ নাগরিকদের দুর্গা প্রতিমা দর্শন ও খাওয়াদাওয়ার ব্যাবস্থা করা হয়। আর সেই মতোই মহানবমীর (Maha Navami) দিন সকাল থেকে গাড়ি করে প্রবীণ নাগরিকদের নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখান পুলিশ কর্মীরা।

ধর্ম যার যার উৎসব সবার, এই কথাই যেন সত্যি প্রমাণ করার চেষ্টা চালালেন ডানকুনি থানার পুলিশ কর্মীরা। তবে এলাকার প্রবীণ নাগরিকদের পুজোর সমস্ত আনন্দ প্রদান করতে বদ্ধপরিকর ছিলেন পুলিশ কর্মীরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত বয়সের মানুষ।

 

 

 

Previous articleমোদিরাজ্যে বড় অ.ঘটন! গরবা অনুষ্ঠানে নাচতে গিয়ে ম.র্মান্তিক পরিণতি ১০ জনের
Next articleমধ্য কলকাতার পুজোয় সাবেকিয়ানায় মেতেছে সবাই