Thursday, August 21, 2025

সেরা ফিল্ডারের পুরস্কার দিতে গিয়ে ক্রিকেটারদের বের করে দিলেন ফিল্ডিং কোচ, ভিডিও পোস্ট BCCI-এর

Date:

Share post:

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরুর পর থেকেই ভারতীয় দলে শুরু হয়েছে নতুন এক পুরস্কার। প্রত‍্যেক ম‍্যাচের পর সেরা ফিল্ডার পুরস্কার বেছে নিচ্ছে ভারতীয় দলের ফিল্ডিং কোচ। এর আগে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, শার্দুল ঠাকুর, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। আর নিউজিল্যান্ড ম‍্যাচের পর এই পুরস্কার পেলেন শ্রেয়াস আইয়র। তবে এবার এই পুরস্কার ঘোষণায় ছিল চমক।

প্রত‍্যেক ম‍্যাচের পর সাজঘরে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। কোনও দিন নিজে মুখে নাম বলছেন। কোনও দিন পুরস্কার প্রাপকের নাম ভেসে উঠছে টেলিভিশন স্ক্রিনে। পুরস্কার দেওয়ার আগে সকলের সঙ্গে ফিল্ডিংয়ের পারফরম্যান্স নিয়ে ছোট আলোচনাও করেন। ভাল ফিল্ডিংয়ের প্রশংসা করেন। রবিবার নিউজিল্যান্ড ম্যাচের পরেও প্রত্যেক ক্রিকেটারের ফিল্ডিং নিয়ে ছোট করে আলোচনা করেন। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রবিবার রোহিতদের একাধিক ক্যাচ ফেলার সমালোচনা করেন কিছুটা গম্ভীর ভাবে। সংক্ষিপ্ত ভাষণে মহম্মদ সিরাজ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের প্রশংসা করেন। কিন্তু প্রতিদিনের মতো শেষে দলের সেরা ফিল্ডার নাম বলেননি। তিনি ক্রিকেটারদের সাজঘর থেকে বেরিয়ে মাঠে যেতে বলেন। বিস্মিত হয়ে ফিল্ডিং কোচের নির্দেশ মতো সকলে মাঠে গিয়ে দাঁড়ান। এর পরেই আসে চমক। মাঠে ভারতীয় দলের ক্রিকেটারদের সামনে নেমে আসে একটি স্পাইডার ক্যামেরা। সেই ক্যামেরার সঙ্গে আটকানো ছিল সেরা ফিল্ডারের পদক। ছিল ক্যামেরার স্ক্রিনে লেখা রবিবারের ম্যাচের সেরা ফিল্ডার শ্রেয়াস আইয়রের নাম। এরপরই বিরাট কোহলি, শুভমন গিলরা শ্রেয়সের গলায় পরিয়ে দেন পদক।

আরও পড়ুন:প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...