Thursday, November 13, 2025

যুদ্ধ পরিস্থিতিসহ একাধিক বিষয়ে আলোচনা, ভারত সফরে মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিব

Date:

ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ইজরায়েল সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এবার এই যুদ্ধ পরিস্থিতি কীভাবে থামাতে কী কী পদক্ষেপ করা যায় সে বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চায় আমেরিকা। এছাড়া আরও একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগামী মাসে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব (US Secretary of State) ও প্রতিরক্ষা সচিব।

সূত্রের খবর, আসন্ন সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিন বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। তবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। ভারত-আমেরিকার (India-US) দ্বিপাক্ষিক সম্পর্কে নজরে একাধিক বিষয়। QUAD সদস্য হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সুরক্ষা তথা ভারত-চিন সীমান্ত নিরাপত্তা, আমেরিকার সঙ্গে ভারতের সমরাস্ত্র কেনাবেচা, দু দেশের বন্ধু রাষ্ট্র ইজরায়েলের হামাসে হামলা নিয়ে পদক্ষেপ স্থির করা-সহ নানা বিষয় নিয়ে দু দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা। আরও তাৎপর্যপূর্ণ, একইসঙ্গে মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিবের (Secretary of Defence) ভারতে আসা। সূত্রের খবর, নভেম্বরেই আসছেন ব্লিঙ্কেন এবং অস্টিন।

সূত্রের আরও খবর, তাঁদের এই সফরে মূলত নিরাপত্তা নিয়েই আলোচনা হতে চলেছে। জয়শংকর এবং রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। ভারতের উত্তরে চিন সীমান্তে লালফৌজের আনাগোনার দিকে কড়া নজর রাখছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা নিয়েও চিন্তিত। রাজনাথ-লয়েডের বৈঠকে উঠে আসতে পারে এই বিষয়টি।এছাড়া মার্কিন যুদ্ধাস্ত্রের অন্যতম ক্রেতা এখন ভারত। সম্প্রতি ৩০০ কোটি টাকা দিয়ে আমেরিকার থেকে ‘প্রিডেটর ড্রোন’ ও আনুসাঙ্গিক প্রতিরক্ষা সিস্টেম কিনছে নয়াদিল্লি। দু দেশের মধ্যে প্রতিরক্ষা আরও কীভাবে মজবুত করা যায়, তা নিয়েও কথা হওয়ার সম্ভাবনা দুজনের। সবমিলিয়ে, মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিবের আসন্ন ভারত সফর নানা দিক থেকেই অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version