মানবতাকে প্রাধান্য! দুই ইজরায়েলি প.ণবন্দিকে মুক্তি হা.মাসের

ইজরায়েল (Israel) থেকে অপহৃত আরও দুই পণবন্দিকে অবশেষে মুক্তি দিল প্যালেস্টাইনের (Palestine) জঙ্গিগোষ্ঠী হামাস। গত ৭ অক্টোবর ইজরায়েলের উপরে হামলা শুরু করার পরই ইজরায়েলি নাগরিককে বন্দি বানিয়েছিল (Hostages) হামাস (Hamas)। তাদের এতদিন গাজা স্ট্রিপে আটকে রাখা হয়েছিল। শেষমেশ সোমবার তাদের মুক্তি দেয় হামাস।

এদিকে ইজরায়েলি জঙ্গিগোষ্ঠীর তরফে সোমবারই বিবৃতি জারি করে জানানো হয়, মানবতার কথা বিচার করে দুই মহিলা ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় দুই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে খবর। এ বিষয়ে ইজরায়েলের তরফে এখনও কিছু জানানো না হলেও, রাফাহ সীমান্ত দিয়েই হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ওই দুই মহিলা ইজরায়েলে ফিরবেন।

 

এর আগে, গত শুক্রবারই পণবন্দি দুই আমেরিকান মহিলাকে মুক্তি দেওয়া হয়। সোমবারই ইজরায়েল সরকারের তরফে জানানো হয়, মোট ২২২ জনকে পণবন্দি করে রেখেছে। হামাসের হামলায় কমপক্ষে ১৪০০ নাগরিকের মৃত্যু হয়েছে। ইজরায়েলও পাল্টা হামলা চালিয়েছে হামাসের উপরে।

 

 

 

 

Previous articleহৃ.দরোগে আ.ক্রান্ত ভ্লাদিমির পুতিন! টেলিগ্রাম চ্যানেলের দাবি ঘিরে জোর জল্পনা
Next articleসংবাদ পাঠের পর কী করল AI সুপার মডেল! ভাইরাল ভিডিও